বাংলাদেশ ক্রিকেট
জনপ্রিয়

এশিয়ান গেমসের শ্বাসরুদ্ধকর ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে দুই রানে জিতল বাংলাদেশ

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানের জয়ে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। চীনের হ্যাংজুতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৩ রানে হারায় ৩ উইকেট।পারভেজ হোসেন ইমন (৮ বলে ০) ও মাহমুদুল হাসান জয় খালি হাতে ফেরেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত জয় কোন বলই মোকাবেলা করতে পারেননি, হয়েছেন রান আউট। তিন নম্বরে নেমে জাকির হাসানের ব্যাটে আসে কেবল ১ রান।বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক সাইফ হাসান, খেলেছেন ৫২ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস। তার সাথে মাঝে সঙ্গ দিয়েছিলেন ১৪ বলে ২৩ করা আফিফ হোসেন ধ্রুব এবং ২৬ বলে ২১ করা শাহাদাত হোসেন দিপু। এমন শুরুর পর বাংলাদেশ ৫ উইকেটে পায় ১১৬ রানের সংগ্রহ।

লক্ষ্য তাড়ায় নেমে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে মালেয়শিয়াও। সেখান থেকে ওপেনার আজিজ মুবারক ও ভিরন্দীপ সিং ৩৪ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৭২ রানে ২০ রান করা মুবারক ও শারভিন মুনিয়ান্দি খালি হাতে ফিরলে আবার শঙ্কা জাগে। ৭২ রানে ৬ উইকেট হারানোর পরও দলকে টেনে নেন ভিরন্দীপ সিং। ৪০ রানের জুটি ভাঙে ১৩ বলে ১৪ রান করা আইনুল হাফিজ আউট হন।তবে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান ভিরনদীপ সিং। ৩৩ বলে পূর্ণ করেন অর্ধশতক। তবে শেষদিকে অভিজ্ঞতার কাছে হারতে হয়েছে তাদের। মালয়েশিয়া ২০ ওভার শেষে ৮ উইকেটে থামে ১১৪ রানে।

এই জয়ে চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত হল বাংলাদেশের। এর আগে নাম লিখিয়েছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। আগামী ৬ অক্টোবর প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button