আইপিএল

ডেথ ওভারে দুই উইকেট তুলে নিয়ে এখনো শীর্ষে মোস্তাফিজ

এবারের আইপিএলের শুরুটা মোস্তাফিজের জন্য হয়েছিলো অনেকটা স্বপ্নের মতোই – ক্যারিয়ার সেরা আইপিএল পারফর্ম্যান্স, ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়ে দুটি পুরস্কার তুলে নেওয়ার সাথে সাথে পরের ম্যাচের জন্য সম্মানজনক ‘পার্পল ক্যাপ’-টিও অর্জন করে নিয়েছিলেন। তবে চলতি আসরের দ্বিতীয় ম্যাচে যেন শুরুতে নিজের ছায়াই হয়েছিলেন মোস্তাফিজ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন কাপ্তান ঋতুরাজ। তবে সেই ওভারেই তার করা ৫ম বলটি ঋদ্ধৃমান সাহার ব্যাটের কোণায় লেগে ধোনি এবং প্রথম স্লিপের মাঝখান দিয়ে চলে যায় এবং সেই ওভারে ১০ রান খরচ করেন দ্য ফিজ। পরে ১১তম ওভার করাতে তাকে ফের ডাকা হয়। সেই ওভারে সেই পেছনের দিকেই আরো দুটো চার হজম করেন এই বাংলাদেশি তারকা। প্রথম বলেই সাই সুদর্শন একটি লেট লেগ গ্ল্যানসের মাধ্যমে একটি চার আদায় করেন। পরে ডেভিড মিলার খানিকটা অপেক্ষা করে ধোনির ওপর দিয়ে আরো একটি বাউন্ডারি তোলেন। ঐ ওভারে ফিজের নামের পাশে আরো ১২ রান যোগ হয়।

তবে মোস্তাফিজের কার্যকারিতার দেখা মেলে ১৭তম ওভারে। ডেথ ওভারে মাত্র ১ রান দিয়েছিলেন তিনি। পাশাপাশি মোস্তাফিজকে মাঠ ছাড়া করতে গিয়ে লেগ সাইডে থাকা রচীন রবীন্দ্রের হাতে ধরা পড়েন রশিদ খান। এরপর ১৯তম ওভারে নিজের স্পেল পূর্ণ করতে ফের আসেন তিনি। এই ওভারে তার শিকার হন তেওয়াটিয়া, তবে ১ চারসহ খরচ পড়ে মোট ৭ রান। দিনশেষে মোস্তাফিজের নামের পাশে তাই জ্বলজ্বল করছিলো ৪-০-৩০-২। এরমধ্যে দিয়ে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি দ্য ফিজ।

আজ সবমিলিয়ে ৩টি ক্যাচ ধরেছেন কিউই তরুণ ক্রিকেটার রচীন। অন্যদিকে, তুশার দেশপান্ডে, দীপক চাহারও মোস্তাফিজের সমান সংখ্যক উইকেট পেয়েছেন। ডেরেল মিচেল এবং পাথিরানা পেয়েছেন একটি করে৷ আগামী ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পরের ম্যাচে নামবে চেন্নাই সুপারকিংস৷ আর ৬৩ রানের বড়ো জয়ে এখন পয়েন্ট টেবিলেরও শীর্ষে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button