ক্রিকেট বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট

আফগানদের ৬ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা বাংলাদেশের

ধর্মশালায় ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে নিজেদের ইতিহাসের ৭ম বিশ্বকাপের যাত্রা শুরু করলো বাংলাদেশ।

 

এর আগে বেলা ১১টায় শুরু হওয়া বিশ্বকাপের চলতি আসরের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল। ইনিংসের শুরুতে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি ভালোই আশা যোগাচ্ছিলো আফগানিস্তানকে। তবে দলীয় ৪৭ রানে সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে ইব্রাহিম ফিরে গেলে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু করে। এরপর ১৫তম ওভারের প্রথম বলে ফের আফগান শিবিরে আঘাত হানেন কাপ্তান সাকিব। এসময় ২৫ বলে ১৮ রান তুলে রহমাত শাহ বিদায় নিলেও একপ্রান্ত ঠিকই আগলে রাখার চেষ্টা করছিলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে দলীয় ১১২ রানে ৬২ বলে ৪৭ রান করে মোস্তাফিজের বলে কট আউট হয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলে দলের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার চরমভাবে ধ্বসে পড়ে এবং শেষ পর্যন্ত মাত্র ১৫৬ রান স্কোরবোর্ডে তুলে অলআউট হয়ে যায়।

 

এই ম্যাচে টাইগারদের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট নেন সাকিব ও মিরাজ। দুইজনের ঝুলিতেই ৩টি করে উইকেট গেলেও, ফিগারের হিসাবে মিরাজই ছিলেন এগিয়ে। ৯ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়েছিলেন তিনি, যার মধ্যে ছিলো ৩টি মেডেন ওভার। অন্যদিকে শরিফুল ২টি এবং তাসকিন ও মোস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেন।

 

আফগানদের ছুঁড়ে দেওয়া এই সহজ টার্গেট তাড়া করতে নেমে ফের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে বাংলাদেশের ওপেনিং জুটি। মাত্র ১৯ রানের মাথায় দ্বিধাপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে যান ‘লিটল’ তামিম। এর আগে ১৩ বল খেলে রানের খাতায় মাত্র ৫ রান যোগ করতে পেরেছিলেন তিনি। এরপর ২৭ রানের মাথায় আরেক ওপেনার লিটন দাসকে হারায় টিম টাইগার্স। এবারে শিকারির ভূমিকায় আফগান পেসার ফজল হক ফারুকি। তবে দারুণ ফর্মে থাকা দুই ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তকে যথাক্রমে ৩ ও ৪ নম্বরে পাঠায় টিম ম্যানেজমেন্ট। এরপর ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নাভিন উক হলের বলে রহমানুল্লাহর অসাধারণ ক্যাচে ৫৭ রান তুলে মিরাজ ড্রেসিংরুমে ফিরে আসলেও তৃতীয় উইকেটে তাদের ৯৭ রানের শক্তিশালী জুটি বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়। রান তাড়া করার একদম শেষ পর্যায়ে এরপর সাকিব আল হাসান আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে তুলে মারতে গিয়ে ১৪ রানে আউট হন। তখন বাংলাদেশের সংগ্রহে ছিলো ৪ উইকেটে ১৪৬ রান। স্কোরবোর্ডে আরো দুই রান যখন যোগ হয়, তখন বাংলাদেশের আরেক ভরসার পাত্র নাজমুল হোসেন শান্তও ক্যারিয়ারের ৬ষ্ঠ হাফ সেঞ্চরির দেখা পেয়ে যান। বাকি ১১ রান বাংলাদেশ আর কোনো উইকেট না হারিয়ে সহজেই জিতে যায়।

 

আগামী ১০ নভেম্বর একই ভেন্যুতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button