আইপিএল

আইপিএলে নিজের সেরা ইনিংসটি খেললেন মোস্তাফিজ

একটা সময় বাংলাদেশ জাতীয় দলের মূল শক্তি ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে হাল আমলে ফর্মটা খুব বেশি সঙ্গী হয়নি কাটার মাস্টারের। অবশ্য বাংলাদেশের জার্সি গায়ে সবশেষ ম্যাচে দারুণ ছন্দে ছিলেন সাতক্ষীরার এই ছেলে। ভক্তদের আশা ছিলো চলতি আইপিএলে ভারতের ইতিহাসের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে এসে হয়তো ভাগ্য ফেরাতে সক্ষম হবেন তিনি। আর আজ আইপিএলের উদ্বোধনী দিনে ভক্তদের সেই ভরসারই প্রতিদান দিতে সক্ষম হয়েছেন দ্য ফিজ। বিশ্বখ্যাত তিন তারকাকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে নিজেকে ভিন্নভাবে চেনাতে পেরেছেন এই পেসার।

ইনিংসের শুরুতে ভিরাট কোহলি আর ফাফ ডু প্লেসিসের ওপেনিং জুটি ৪র্থ ওভার পেরুতে না পেরুতেই ব্যাঙ্গালুরুকে ৩৭ রানে নিয়ে যায়। এমন সময় ফিজের হাতে বল তুলে দেন ধোনি। ওভারের দ্বিতীয় বলে ৪ হজম করলেও তৃতীয় বলে ঠিকই মোস্তাফিজের ফাঁদে পা দিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ তুলে দেন ফাফ। পরের দুই বল ডট দিয়ে শেষ বলে ফের রাজাত পাতিদ্বারকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন তিনি যেটি পরে লুফে নেন ধোনি।

১১তম ওভারের শেষে ফের বল হাতে এগিয়ে আসেন মোস্তাফিজ। এই ওভারের দ্বিতীয় বলেই মোস্তাফিজের স্লোয়ার ডেলিভারিকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে থাকা আজিঙ্কা রাহানের নাগালে এসে পড়ে কোহলির খেলা বলটি। যেটি রাহানে ডাইভের মাধ্যমে রচিন রবীন্দ্রের কাছে ছুঁড়ে দিলে ক্রিজ ছাড়তে হয়ে ভারতীয় ক্রিকেটের পোস্টারবয়কে। ওভারের চতুর্থ বলে অজি ক্রিকেটার ক্যামেরুন গ্রিনকেও বোল্ড করে বসেন মোস্তাফিজ। এতে করে দ্বিতীয় ওভার শেষে তার স্পেল দাঁড়ায় ২-০-৭-৪।

 

তবে নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে আর উইকেটের দেখা পাননি মোস্তাফিজ। চতুর্থ ওভারটি বরঞ্চ তার জন্য সবচেয়ে খরুচে ছিলো আজকের দিনে। মোট ১৬ রান ব্যয় করতে হয়েছিলো এসময় তাকে যদিও এর মাঝে ব্যাটাররা দুইবার বল সীমানার ভেতরেই তুলে মেরেছিলেন, তবে ফিল্ডারের নাগালে না পাওয়ায় আইপিএলে নিজের প্রথম ফাইভারের দেখা পাননি একমাত্র বাংলাদেশি হিসেবে এবারে দল পাওয়া এই খেলোয়াড়। অবশ্য ২৯ রানের খরচায় নেওয়া ৪ উইকেটের এই ফিগার তার আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা পারফর্ম্যান্স হিসেবেই লেখা থাকবে। পাশাপাশি আজকে আইপিএলে নিজের ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এই টাইগার তারকা যেখানে বর্তমানে তার আইপিএলের উইকেট সংখ্যা ৫১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button