বাংলাদেশ ক্রিকেট

২৮তম শতক হাঁকিয়ে অপরাজিত নাঈম ইসলাম, ব্যর্থ তামিম-ইমন

অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮তম শতক হাঁকিয়েছেন। বিসিএলে দক্ষিণাঞ্চলের বিপক্ষে এই শতক হাঁকান নাঈম। তার ব্যাট হাতে আলো ছড়ানোর দিনে অবশ্য ব্যর্থ ছিলেন তরুণ দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুব। অধিনায়কের ব্যাটিং করার সিদ্ধান্তের মূল্য দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম।

দিনের প্রথম ওভারেই নাহিদুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান ওপেনার তানজিদ হাসান তামিম। এদিন কোনো রানের দেখা পাননি এই ব্যাটসম্যান। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন ফরহাদ রেজার কাছে ক্যাচ দিয়ে। তিনিও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন।

জুনায়েদ সিদ্দিকির সাথে নাঈম ইসলাম প্রথমে গড়েন ১৭ রানের জুটি। ছোট এই জুটি বিচ্ছিন্ন হয় ১৫ রান করে নাসুমের শিকারে পরিণত হয়ে জুনায়েদ সিদ্দিকি মাঠ ছাড়লে। জুনায়েদের বিদায়ের পর নাঈম আবারও জুটি গড়েন মার্শাল আইয়ুবের সাথে। ৭৩ বল মোকাবেলায় ৪৭ রান করে মার্শাল আইয়ুব প্যাভিলিয়ন্দের পথ ধরলে বিচ্ছিন্ন হয় ৯০ রানের জুটি।

এরপর অবশ্য প্রথম দিনে আর কোনো বিপদ ঘটতে দেননি নাঈম ইসলাম এবং মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ২৮তম শতক হাঁকিয়ে প্রথম দিনে অপরাজিত থাকেন নাঈম। তার সাথে অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত আছেন অঙ্কন।

প্রথম দিনে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে বিসিবি উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান। নাঈম ইসলাম অপরাজিত আছেন ১২৬ রান নিয়ে ও অঙ্কন অপরাজিত আছেন ৫৩ রান নিয়ে

প্রথম দিনের খেলা শেষে স্কোরকার্ড

উত্তরাঞ্চলঃ ২৪৬/৪ (৯২ ওভার)
নাঈম ১২৬*, অঙ্কন ৫৩*, মার্শাল আইয়ুব ৪৭
নাহিদুল ইসলাম ৩২/২, মেহদি হাসান ৪৭/১, নাসুম আহমেদ ৭২/১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button