বাংলাদেশ ক্রিকেট

২০২২ বিশ্বকাপে ভালো করার মন্ত্র দিলেন অধিনায়ক রিয়াদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোনো ম্যাচ না জিততে পারলেও বেশ কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স আলোচনায় ছিল। তবে চলতি বছর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে বলার মত জায়গাটাও ছিল না। ফলে সমালোচনায় পড়তে হয়েছে গোটা দল তথা টিম ম্যানেজমেন্টকেও।

আরব আমিরাতের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশনের সাথে কিছুটা পার্থক্য থাকলেও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে রয়েছে বিস্তর ফারাক। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেট খেলুড়ে দলগুলোর জন্য যেন অনেকটা কঠিন কন্ডিশনই বলা যেতে পারে অস্ট্রেলিয়াকে। আর সেই কঠিন কঠিন কন্ডিশনেই বসতে যাচ্ছে আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

আগামী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কন্ডিশন ও প্রস্তুতি সম্পর্কে জানাতে গিয়ে অধিনায়ক রিয়াদ জোর দিয়েছেন প্রস্তুতির উপরেই। রিয়াদের ভাষ্য, ‘’বিশ্বকাপে পরিকল্পনা তো অবশ্যই ভালো খেলা। আপনি কীভাবে খেলতে চাইছেন এটার ওপর নির্ভর করে। আমি মনে করি খেলার জন্য অস্ট্রেলিয়ায় বেশ ভালো কন্ডিশন হবে। ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। প্রস্তুতি আমাদের ওপর নির্ভর করছে, আমাদের মনোভাব কেমন হবে তার ওপর।‘’

বিশ্বকাপের আগে যে সিরিজগুলো রয়েছে সেগুলোতে ভালো করলে তার প্রভাব বিশ্বকাপেও পড়তে পারে বলে মনে করছেন টাইগার অধিনায়ক। তিনি যোগ করেন, ‘’এটাও নির্ভর করে তখন কী কী খেলা থাকে তার ওপর। ভালো ফলাফল করলে আত্মবিশ্বাস ভালো থাকবে।‘’

বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার সাম্প্রতিক সময়ে চিন্তার ভাঁজ ফেলেছে গোটা দলের উপরেই। বিশেষ করে টপ অর্ডারে ব্যর্থতা দলকে পিছিয়ে দিচ্ছে ম্যাচে এমনটা বিশ্বকাপ চলাকালেও স্বীকার করে নিয়েছিলেন রিয়াদ। আগামী বিশ্বকাপের আগে তাই ব্যাটিং অর্ডারেও উন্নতি করতে হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক।

রিয়াদ আরও বলেন, ‘’আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। ছোটখাটো কিছু টিউনিং ম্যাচ বাই ম্যাচ ঠিক করতে থাকলে আমরা ভালো কিছু অর্জন করতে পারব।‘’

আগামী বিশ্বকাপে বোর্ডের কাছে নিজের চাওয়ার কথা জানাতে টাইগার অধিনায়ক বলেন, ‘’এটা তো আমার অংশ না আসলে। যারা ডেভেলপমেন্ট, সিলেকশন প্যানেলে আছে বা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন। খেলোয়াড় হিসেবে আমি বলতে পারিপরেরবার কীভাবে ভালো করতে পারি জিনিস যেন খেয়ালে থাকে এবং ভালো পারফর্ম করতে পারি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button