বাংলাদেশ ক্রিকেট

সামনে আরও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে: মুমিনুল

বাংলাদেশ দলের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক দায়িত্ব পাওয়ার পর দলীয় পারফরম্যান্সের দিক থেকে আমুল পরিবর্তন কিংবা দলের চেহারা শতভাগ পরিবর্তন হয়ে গেছে এমন কথা হয়তো বলার সুযোগ খুব একটা নেই। লম্বা সময় ধরে অধিনায়কত্ব করে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে বরাবরই তার অসহায়ত্ব ফুটে ওঠে তার মধ্যে। এর কারণ যেন টানা ব্যর্থতার পরিচয় দিয়ে আসা গোটা দলের পারফরম্যান্সই।।

অধিনায়কত্ব নিয়ে প্রথম দিকে কিছুটা চাপ অনুভব করলেও সময়ের সাথে সেই চাপ মানিয়ে নিয়েছেন টাইগারদের লিটল মাস্টার এমন কথাও যেন সহজেই বলে দিয়েছেন তিনি।

ব্যক্তিগত পারপফরম্যান্সের বাইরেও চাপ সামলে অধিনায়কত্ব এগিয়ে নিলেও চ্যালেঞ্জের কথাও স্বীকার করেন মুমিনুল। দল খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে সেখানে অধিনায়ক হিসেবে প্রতিক্রিয়া কেমন দেখাতে হবে তাও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন বর্তমান টেস্ট অধিনায়ক। কেননা সমালোচনার ভারটাও যে অধিনায়ককেই বইতে হয়।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘’দল যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায় তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ। সামনে আরও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে। আমি এখনও আশা রাখছি। জিনিসটা ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করি। চাপ পেয়ে বসেনি। ভালো দিকগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।‘’

দলে নতুন ক্রিকেটার আসা কিংবা অভিজ্ঞদের পারফরম্যান্স যেমনই হোক না কেন ফলাফল দেখেই দলের দলের উপর সেই দায় বর্তায় তা দিবালোকের মতই সত্য। তাছাড়া অধিনায়ক হিসেবেও যে সেই দায় এড়ানোর সুযোগ নেই তাও মনে করিয়ে দিলেন টাইগার অধিনায়ক। দল গোছাতে না পারার দায় সরাসরি নিজের কাঁধে নিয়েই যেন সরল স্বীকারোক্তি দিয়েছেন টাইগার অধিনায়ক।

মুমিনুল আরও বলেন, ‘’আমি হয়ত পারিনি। সত্যি কথা এটা। আমি বলেছিলাম চেষ্টা করবো, কিন্তু পারিনি। দিন শেষে আমরা সবাই তো আসলে ফলাফল দেখি। প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি না, আপনি, আমি কেউই না। ফলাফল যেহেতু হয়নি, আপনার সাথে আমি একমত।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button