বাংলাদেশ ক্রিকেট

সাব্বির দলে ফেরা ভালো ব্যাপার বলছেন ওয়াসিম

সাব্বির রহমান এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে ফেরায় ইতিবাচক ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন জাফর। সে সুবাধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ জাতীয় দল নিয়েও কথা বলতে হয়েছে তাকে।

ওয়াসিম জাফরের মতে সাকিব আল হাসানের কাঁধে অধিনায়কত্ব দেওয়া ও সাব্বিরের দলে ফেরা ভালো ব্যাপার। তবে টুর্নামেন্টে ভালো করতে বাকিদের জ্বলে ওঠার বিকল্প দেখছেন না।

যুব দলের ৩০ সদস্য নিয়ে প্রধান কোচ স্টুয়ার্ট ল এর অধীনে মিরপুরে চলছে অনুশীলন ক্যাম্প। আজ (২৭ আগস্ট) অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাফর। নানা ইস্যুর ফাঁকে উত্তর দেন এশিয়া কাপে বাংলাদেশের শক্তিমত্তা, সম্ভাবনা নিয়ে, দিয়েছেন নিজের পরামর্শও।

তিনি বলেন, ‘আমি মনে করি, তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব একটা ভালো না, কিন্তু আপনি জানেন, তাদের কিছু ভালো ক্রিকেটার আছে এবং সাকিব অধিনায়কের দায়িত্ব নিয়েছে। সাব্বির রহমান আবারও দলে ফিরেছে দেখে আমি খুশি, আমি মনে সে করি সে খুবই ভালো একজন ক্রিকেটার।’

‘কিন্তু বাকি ক্রিকেটারদেরও জ্বলে উঠতে হবে। টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয় এবং আমি মনে করি বর্তমান বাংলাদেশ দল খুবই ভালো, তবে মাঠের ক্রিকেটে প্রতিভার প্রতিফলন ঘটাতে হবে।’

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button