সাব্বির একটি শটেই দেখিয়েছে সে কী করতে পারে : সিডন্স

দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলে ফিরে এখনো কোন চমক দেখাতে পারেনি সাব্বির রহমান। ৩টি টি২০ ম্যাচ খেলে মাত্র ১৭ রান করে জন্ম দিয়েছেন সমালোচনা। এই তিন ম্যাচ খেলে সাব্বির হাঁকিয়েছেন ২টি চার ও একটি ছক্কা। তবে সেই একটি ছক্কায় মন কেড়েছে টাইগারদের ব্যাটিং অস্তাদ জেমি সিডন্সের।
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি২০তে রানের খাতা খোলার আগেই বিদায় নেন সাব্বির। তবে দ্বিতীয় ম্যাচে ৯ বলে ১২ রান করে আউট হন তিনি। ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাবিরের নো-বলে সিঙ্গেল নেন মিরাজ, ফলে স্ট্রাইক পান সাব্বির। সেই ফ্রি-হিটে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান এই নয়া ওপেনার।
ছক্কাটি এতই বড় ছিলো যে বল আঁছড়ে গ্যালারির দ্বিতীয় তলায়। তবে সাব্বিরের এই দুর্দান্ত ছক্কাটি নিয়ে ম্যাচ শেষে কথা বলেন জেমি সিডন্স। তিনি বলেন, “সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। একটি শটেই সে দেখিয়ে দিয়েছে সে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এই ঝলক আরও দেখতে চাই।”
সাব্বিরের সাথে গত ৩ ম্যাচ ধরে ওপেনিংয়ে ব্যাট করা আরেক ওপেনার মিরাজের প্রশংসায়ও পঞ্চমুখ হোন এই কোচ। মিরাজকে শট খেলার সনদ দেওয়া হয়েছে বলে জানান সিডন্স। মিরাজকে নিয়ে তিনি বলেন, “মিরাজ ব্যাট হাতে দারুণ করছে, আত্মবিশ্বাসও বেড়েছে। তাকে আমি টেস্ট ও ওয়ানডেতে ভালো করতে দেখেছি। আমি জানতাম সে এখানেও পারবে এবং করে দেখাচ্ছে। তাকে আরও বেশি শট খেলার অনুমতি দেওয়া হয়েছে। টপ অর্ডারে সে দারুণ করছে।”
এই সিরিজের ব্যাটিং পারফর্মেন্স নিয়ে যথেষ্ট সন্তুষ্ট সিডন্স। তিনি মনে করেন যতটা দরকার ছিলো বোলিং ইউনিটের ঘুরে দাঁড়ানো, ততটা ঘুরে দাঁড়িয়েছেন তারা। সিডন্স বলেন, ‘আমরা সবসময়ই উন্নতি চাই। আমি মনে করি এখানে উন্নতি দেখতে পেয়েছি। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো ব্যাট করেছি। আমাদের উন্নতি প্রয়োজন ছিল বোলিংয়ে। আমরা এই সিরিজে সেটাও করেছি।’