বাংলাদেশ ক্রিকেট

সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সফরের দল চূড়ান্ত করেছে বিসিবি

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলছে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাঠ চুকিয়ে দেশে আসার পর আবারও জিম্বাবুয়ে সফরে যাবার কথা রয়েছে টাইগারদের।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে গুঞ্জন উঠেছিল জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বাংলাদেশ। সেই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এই বোর্ড কর্তা জানিয়েছেন জিম্বাবুয়ে সফরে যাচ্ছে টাইগারদের পূর্ণ শক্তির দল। তবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে না থাকায় ছুটি নিচ্ছেন সাকিব আল হাসান। অর্থাৎ সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা।

জালাল ইউনুসের ভাষ্য, ‘’সাকিব থাকছে না, এটা আমাদের আগেই বলে দিয়েছে। এ জন্যই আজকে আমরা নির্বাচকদের সাথে বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছে। যেখানে দেখা যাচ্ছে এই দলটা আছে এখন সবাই অ্যাভেইলেবল।‘’

সাকিব না খেললেও দলের বাকি সিনিয়র ক্রিকেটাররা খেলবেন এই সিরিজে এমন নিশ্চয়তাও দিয়েছেন মিডিয়া কমিটির এই চেয়ারম্যান। তিনি যোগ করেন, ‘’সিনিয়র বেশিরভাগ খেলোয়াড় কিন্তু খেলবে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র বলতে আসলে বেশিরভাগই তো সিনিয়র, যারা জাতীয় দলে খেলে কয়েকজন ছাড়াতো বাকিরা অভিজ্ঞ সিনিয়র। তারা অ্যাভেইলেবল আছে সেটাই জানিয়েছে আমাদেরকে।‘’

জিম্বাবুয়ে সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে জালাল ইউনুস আরও বলেন, ‘’আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করেছেন। যে দল আছে, তাদের সবাই থাকছে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ কিংবা সুপার লিগ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সাথে নিচ্ছি।‘’

দ্বিতীয় সারির দল পাঠানো প্রসঙ্গে জানাতে গিয়ে তিনি বলেন, ‘’আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলেছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না। আমরা শক্ত দল পাঠাতে চাই।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button