
বুধবার দুপুরে চট্টগ্রামে শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় বিতর্ক অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে তামিম খেলতে পারেননি ফিটনেসের কারনে।
তাই ওয়ানডে সিরিজের আগে সবার প্রশ্ন একটিই – তামিম কি এখন পুরোপুরি ফিট হয়েছেন? তবে তামিম ইকবাল মনে করেন সিরিজের প্রথম ওয়ানডেতে খেলার মত ফিটনেস তার আছে এবং ম্যাচ খেলার জন্য তিনি নিজেকে পুরোপুরি প্রস্তত করে নিয়েছেন।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমিও দেখতে চাই আমি কতটা মানিয়ে নিতে পারছি। আমার কাছে এখন মনে হচ্ছে কালকের জন্য আমি প্রস্তুত। ম্যাচের সময় বা অন্য কোনো সময় যদি মনে করি আমার খেলা ঝুঁকিপূর্ণ, সাথে মেডিকেল ডিপার্টমেন্ট, তাহলে ঐ অনুযায়ী সিদ্ধান্ত নিব। এখন আমি কাল খেলার মতো ফিট। দেখা যাক কী হয়।’
প্রথম ওয়ানডেতে নিজের খেলা নিশ্চিত করার পাশাপাশি তামিম এটাও নিশ্চিত করেছেন যে, তিনি দলের জন্য যেটা ভালো হবে সেটাকেই প্রাধান্য দিবেন। তিনি বলেন, ‘আমি এমন কিছু করব না যাতে দলের ক্ষতি হয়। আমি সবসময় বলি, সবার আগে দল।’
[আরও পড়ুন: খেলোয়াড়দের নিয়ে গর্বিত জিম্বাবুয়ে অধিনায়ক]
এদিকে বাংলাদেশ ওয়ানডে দলের সহঅধিনায়ক কে হবেন এটা এখনও ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয় নি। তাই অধিনায়ক তামিম ইকবালকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তামিম বলেন, ‘অধিনায়ক, সহ-অধিনায়ক ঠিক করে বোর্ড। আমার কী রাইট, সেটা ইম্পরট্যান্ট না। কে ক্যাপ্টেন হবে কে ভাইস-ক্যাপ্টেন হবে এটা বোর্ডের ব্যাপার। আমার মনে হয় না পৃথিবীর কোনো ক্যাপ্টেন বলে আমার ভাইস-ক্যাপ্টেন প্রয়োজন বা অমুককে ভাইস-ক্যাপ্টেন প্রয়োজন। বোর্ড প্রয়োজন মনে করলে ভাইস-ক্যাপ্টেন রাখবে। আমাদের দলে এমন অনেকেই আছে যারা এই কাজটা করতে পারে। বোর্ড যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়, দ্যাট উইল বি গ্রেট। সাধারণত সব ফরম্যাটেই তো ভাইস-ক্যাপ্টেন থাকে। তবে এটা আমার নিয়ন্ত্রণে নেই।’
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর পেতে লাইক দিন টাইগারক্রিক ফেসবুক পেইজে।