বাংলাদেশ ক্রিকেট

‘শুভ সূচনায়’ বিশ্বকাপ শুরু টাইগারদের

সাম্প্রতিক খারাপ পারফরম্যান্স থেকে শুরু করে বাজে অতীত আর সঙ্গে টানা হারের শঙ্কা, আরো ছিল মাঠের বাইরের তুমুল সমালোচনা। সব কিছুকে যেন এক তুড়িতে উড়িয়ে দিয়েই বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নিলো বাংলাদেশ। সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে ৯ রানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো টিম টাইগার্স।

প্রথম পর্বে তিন ম্যাচ খেলে সুপার টুয়েলভে ওঠা নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ১৩৫ রানেই শেষ হয়ে যায় ডাচদের ইনিংস।  ৯ রানে ম্যাচ জিতেই বিশ্বকাপ মিশন শুরু করে সাকিব আল হাসানের দল।

হোবার্টে বাংলাদেশের প্রথম ম্যাচে ছিল বৃষ্টির শঙ্কা। সেই বৃষ্টি ম্যাচের ভেতর বাগড়া দিয়েছে দুই দুই বার। তবে তাতেও আটকানো যায়নি বাংলাদেশের জয়। দুই দলের দুই ইনিংসেই দুইবার বৃষ্টি বাঁধায় বন্ধ হয়েছে ম্যাচ। তবে দুইবারই আবার কিছু সময়ের ভেতরই শুরু হয়েছে খেলা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলো বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হসেন শান্ত আর সৌম্য সরকার। পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৭ রান।

সৌম্য-শান্ত ফিরলে খুব বেশিক্ষন অবশ্য টিকেনি অন্যান্য জুটি। লিটন ৯, সাকিব ৭ ও রাব্বি ৩ রানে ফিরলে টাইগারদের ব্যাটিং বিপর্যয় ঘটে। তবে দলকে উদ্ধার করেছেন তরুন সম্ভাবনা দেখানো ক্রিকেটার আফিফ। তার মাত্র ২৭ বলের দলের সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস দলকে এনে দেয় ভালো স্কোর।

আফিফ আউট হলে মোসাদ্দেকের ১২ বলে ২০ রানের ‘ফিনিশিং নক’ টাইগারদের ১৪৪ রানে এনে থামায়। ১৪৫ রান টার্গেটে ব্যাট করতে আসে ডাচরা। তবে তাসকিনের বোলিং তোপে প্রথম ওভারেই দুমরে-মুচরে যায় নেদারল্যান্ডস এর ওপেনিং জুটি।

এরপর ৪র্থ ওভারে সাকিবের বলে টানা ২ বলে ২টি রান-আউটে নেদারল্যান্ড মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারায়। তবে এডওয়ার্রড ও কলিন অ্যাকেরম্যান এর জুটিতে দলীয় পঞ্চাশ পার করে নেদারল্যান্ডস। দলীয় ৫৯ রানে আউট হোন এডয়ার্ড। দলীয় ৬৬ রানে প্রিঙ্গলের ও ৮১ রানে লোগানের উইকেটে মাত্র ৮১ রানেই ৭ উইকেট পড়ে ডাচদের।

৬২ রান করে অ্যাকারম্যান ফিরলে শেষ ওভারে ডাচদের দরকার হয় ২৪ রান। তবে শেষ ওভারে কিছুটা খরুচে ছিলেন সৌম্য। শেষ ৩ বলে ১৯ রান লাগা অবস্থায় দেন একটি ওয়াইড। ৩ বলে ১৮ রান লাগার মূহুর্তে ছক্কা হাঁকিয়ে আলোড়ন তৈরি করে ক্লাসেন। তবে সেই মূহুর্তে পরের বলে ২ রান ও শেষ বলে উইকেট পড়লে টাইগাররা পায় ৯ রানের জয়।

৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়া ‘ঢাকা এক্সপ্রেস’ তাসকিন ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হোন। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে কিছুটা এগিয়ে গেলো বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button