বাংলাদেশ ক্রিকেট

লিটনের শতক, তবুও ইনিংস পরাজয়ের লজ্জা ঠেকাতে ব্যার্থ বাংলাদেশ

প্রথম ইনিংসে ৫২১ রানে ইনিংস ডিক্লেয়ার করেন কিউইরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানে অল-আউট হয়ে যায় টাইগাররা। এরপর ফলো-অন এড়াতে পারেনি বাংলাদেশ। সেজন্য ফলো অনে আজ ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২৭ রানের মাথায় ২১ রান করা সাদমান আউটের মাধ্যমে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর জুটি গড়েন শান্ত-নাইম। তারপর, ৭১ রানের মাথায় ২৯ রান করে ফিরেন শান্ত। আবারো ৩৬ রানের জুটি গড়েন মমিনুল-নাইম। এক পর্জায়ে দলের রান যখন ১০৫, সেই অবস্থায় ২৪ রান করে সাঝঘরে ফিরেন নাঈম। এরপর ১২৩ রানের মাথায় ৩৭ রান করে আউট হয় মমিনুল। অপর প্রান্তে ক্রিজে অসাধারন ছন্দে লিটন দাস। ইয়াসির রাব্বির উইকেটের পর আসেন নুরুল হাসান সোহান। সোহান-লিটন গড়েন ১০১ রানের পার্টনারশিপ। এরপর দল যখন ২২৯, তখন ৩৬ রান করে ফিরেন নুরুল সোহান। মিরাজও মাত্র ৩ রান করে ফিরে সাঝঘরে। এর মধ্য দিয়ে লিটন দাস আরেক প্রান্ত থেকে অসাধারন ব্যাটিং করার মাধ্যমে তুলে নেন তার শতক। এরপর ১০২ রান করে আউট হন লিটন দাস। সেইসময় বাংলার আকাশের সকল আশার আলো ফুরিয়ে গেলো।

লিটনের আউট হওয়ার সময়দলের রান ২৬৯, সেই রানেই ০ রানে আউট হোন শরিফুল। নবম উইকেটে ব্যাট করছিলেন এবাদত-তাসকিন। সকল আশা ফুরালেও তাসকিনের ২ টা চার টাইগার সমর্থকদের দিয়েছেন কিছুটা স্বস্তি। এবাদতও আরেক প্রান্ত থেকে তাসকিনের ব্যাটিং দেখে করতালী দিয়ে ও তাকে সঙ্গ দেয়। এরপর এবাদতও একটা চার মারে। ৯ রান করেন তাসকিন, ৪ রান করেন এবাদত। তবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়া রস টেইলর আসেন বোলিং এ। তার শেষ ম্যাচে হয়তো একটা উইকেট পাওয়ার আশায় তাকে বল তুলে দেয় অধিনায়ক লাথম। ব্যাটসম্যাণ টেইলরের টেস্টে মাত্র ১ উইকেট। তবে বোলিং করতে এসে টেইলর তুলে নেন এবাদতের উইকেট। এভাবেই নিজের ক্যারিয়ারের শেষ বলে উইকেট নিয়ে কৃতিত্ব গড়েন টেইলর। নিউজিল্যান্ড ইনিংস ব্যাবধানে এবং ১১৭ রানে জিতে মাচ।

ম্যাচ সেরা হন আড়াইশ রান করা কিউই অধিনায়ক টম ল্যাথেম। সিরিজ সেরা হোন ডেভন কনওয়ে। এই লজ্জাজনক পরাজইয়ের লজ্জাটা অনেকটাই ঢেকে দিয়েছে প্রথম টেস্ট ম্যাচের ঐতিহাসিক জয়। কিন্তু তবুও সিরিজ পরাজয় ঠেকিয়েছে বাংলাদেশ। ১-১ এ সমতা’র মাধ্যমে শেষ হলো টাইগারদের কিউই সফর। এরপরের মিশন বিপিএল। বিপিএলের মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের সেরা প্রস্তুতিটা নিতে পারবে এই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button