বাংলাদেশ ক্রিকেট

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় খুশি ডমিঙ্গো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। যদিও টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। ১৩ ওভারের ইনিংসে অবশ্য টাইগার ব্যাটারদের ব্যাট খুব একটা হাসেনি।

সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান ছাড়া বাকি ব্যাটারদের মধ্যে কেউই সুবিধাজনক স্কোর করতে পারেননি। তবে ম্যাচে বাংলাদেশকে কেবল ব্যাটিং করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এদিকে ম্যাচ বাতিল হওয়াকে আশীর্বাদ হিসেবেই দেখছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে অনুশীলন করার সুযোগ না পেলেও এই ম্যাচে ব্যাট করার মধ্য দিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিতে পেরেছে ব্যাটাররা।

দ্বিতীয় ম্যাচে উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে ডমিঙ্গো বলেন, ‘’আজ আগে বোলিং করতে পারলে ভালো হত। তবে টসেই আমরা হেরে যাই, এটা খেলারই অংশ। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমাদের আরও উন্নতি হবে। কারণ কয়েকজন খেলোয়াড় খেলার বাইরে ছিল বেশ কয়েক সপ্তাহ। তারা আজ বিবর্ণ ছিল।‘’

শুরু দিকে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে ছিল জানিয়ে ডমিঙ্গো আরও বলেন, ‘’দেখুন ৪৫ রানেও আমাদের দুটো উইকেট ছিল। ভালো শুরু বলব। কিন্তু তারপর বাজে ব্যাটিং হয়েছে, অনেক খারাপ। আমি নিশ্চিত পরের ম্যাচে ছেলেরা ফিরে আসবে। আমরা ফেরিতে দীর্ঘ সময় জার্নি করে এসেছিলাম এবং এখানে কিন্তু আমরা গতকাল অনুশীলনও করতে পারিনি। এটা আমাদের ছন্দ কেটে দিয়েছে। তাই আমরা খুবই সৌভাগ্যবান যে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে আমরা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি।‘’

সংক্ষিপ্ত সময়ে দল ব্যাটিং করার সুযোগ পেলেও এখান থেকেই ইতিবাচকতা খুঁজে নিতে চান হেড কোচ। ডমিঙ্গোর ভাষ্য, ‘’এই ম্যাচও ইতিবাচক ছিল। কিন্তু সাকিব ভুল সময়ে আউট হয়েছে। আমাদের তখন এমন কাউকে দরকার ছিল যে দায়িত্ব নিয়ে খেলবে এবং ভালো একটা জুটি দরকার ছিল। কিন্তু আমরা জুটি পাওয়ার পরই উইকেট পড়ে যায়। তাই আমার মনে হয় এই সংস্করণে পাওয়ারফুল ও বিগ হিটিং আমাদের নতুন কিছু দিতে পারে। কিন্তু ভুল সময়ে আউট হওয়া থেকেও শিক্ষা নিতে হবে। সাকিবকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button