মুশফিকুর রহিমের ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত

মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যার নাম উঠে আসে বারবার। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হবার পর থেকেই ধীরে ধীরে দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন মুশি।
ডানহাতি এই ব্যাটসম্যান একটা সময় জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করার স্বাদ নেয়া মুশফিকুর রহিম ছিলেন সফলও। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া মুশফিক দলের বিপর্যয়ে একাই হাল ধরেন শক্ত হাতে। গ্লাভস হাতে তিন কাঠির পেছনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে পারদর্শী মুশফিক অবশ্য এখন উইকেটরক্ষক হিসেবে অনিয়মিত হয়ে পড়েছেন।
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত বাছাই করেছেন তিনি নিজেই। কোন কোন মুহূর্তগুলো বাছাই করেছেন তিনি সেগুলো এবার দেখে নেয়া যাক।
১৫। তৃতীয় ডাবল সেঞ্চুরি (২০২০ সাল)
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে গত বছর নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছন মুশফিকুর রহিম। বাংলাদেশী অন্য কোনো ব্যাটসম্যানের এখন পর্যন্ত দুটি ডাবল সেঞ্চুরি না থাকলেও মুশফিক দেখা পেয়েছেন তৃতীয় ডাবল সেঞ্চুরির।
১৪। ত্রিদেশীয় সিরিজ জয় (২০১৯ সাল)
২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ দল। প্রথম কোনো বহুজাতিক সিরিজের ট্রফিজয়ী টাইগার দলের সদস্য ছিলেন মুশফিকুর রহিম।
১৩। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রান (এশিয়া কাপ ২০১৮)
২০১৮ এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবালের ভাঙা আঙুল নিয়ে ব্যাটিং করা সাড়া ফেলেছিল সামাজিক মাধ্যম থেকে শুরু করে গোটা ক্রিকেটবিশ্বেই। তবে সেই সাথে একই ম্যাচে মুশফিকুর রহিমের ১৪৪ রানের ইনিংসটিও ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।
১২। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল (২০১৭ সাল)
মুশফিকুর রহিমের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মধ্যে আরও একটি যে মুহূর্ত জায়গা অরে নিয়েছে তা হল, নিউজিল্যান্ডকে হারিয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলা। যদিও ভারতের সাথে হেরে শেষ পর্যন্ত ফাইনালে যাওয়া হয়নি টাইগারদের।
১১। প্রথবমবারের মত ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারানো (২০১৬ সাল)
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড দলকে টেস্ট ম্যাচে হারানো মুশফিক তার ক্যারিয়ারের সেরা ১৫ মুহূর্তের মধ্যে ঠাই দিয়েছেন।
১০। দলীয় সাফল্য (২০১৫ সাল)
২০১৫ সালে বাংলাদেশ দল সিরিজ জিতেছিল ভারত, দক্ষিণ আফ্রিকা সহ পাকিস্তানের বিপক্ষে। স্বপ্নের মত কাটানো সেই বছরটিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা।
৯। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ (২০১৪ সাল)
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অধিনায়কত্ব হারানোর বছরে সকল ব্যর্থতার ভীরে একমাত্র সাফল্য ছিল জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা। যা মুশফিক ঠাই দিয়েছেন তার ক্যারিয়ারের সেরা ১৫ মুহূর্তের মধ্যে।
৮। প্রথম ডাবল সেঞ্চুরি (২০১৩)
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়া মুশফিকুর রহিমের ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা ১৫ মুহূর্তের মধ্যে জায়গা করে নিয়েছে।
৭। এশিয়া কাপ (২০১২ সাল)
২০১২ এশিয়া কাপের আসরে মাত্র ২ রানে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ওই আসরের ফাইনাল ম্যাচে হারলেও মুশফিক তার ক্যারিয়ারের সেরা ১৫ মুহূর্তের মধ্যে রেখেছেন এটি।
৬। অধিনায়কত্ব (২০১১ সাল)
২০১১ সালে অধিনায়কত্ব গ্রহণ করার পরই বিশ্বকাপের আসরে ইংল্যান্ডকে হারানোর মুহূর্তটি রয়েছে মুশফিকের সেরা মুহূর্তের মধ্যে।
৫। প্রথম টেস্ট সেঞ্চুরি (২০১০ সাল)
নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে সেঞ্চুরি তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবেই রয়েছে।
৪। বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় (২০০৯)
২০০৯ সালে মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে জায়গা দিয়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই টেস্ট সিরিজ জয়টিকে। কেননা বাংলাদেশ দলের প্রথমবারের মত বিদেশের মাটিতে সিরিজ জয় ছিল এটি।
৩। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় (২০০৮ সাল)
আইসিল খেলতে যাওয়ায় বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিষিদ্ধ ছিলেন। ফলে তরুণদের নিয়ে গড়া দলটিই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয় পায়। যা ঠাই করে নিয়েছে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের সেরা মুহূর্তের মধ্যে।
২। ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় (২০০৭)
ভারতের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্বে জয় পেয়েছিল তারুণ্যনির্ভর দল বাংলাদেশ। শচীন-শেবাগদের গ্রুপ পর্বে থেকে ছিটকে দেয়া ওই ম্যাচটি রয়েছে মুশফিকুর রহিমের সেরা মুহূর্তের তালিকার দুই নম্বরে।
১। জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০তে সিরিজ জয় (২০০৬ সাল)
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জয় ছিল মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বছরের সেরা মুহূর্ত হিসেবে।
নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে।