বাংলাদেশ ক্রিকেট

মুশফিককে উইকেটরক্ষক থেকে সরিয়ে দেয়ার কারণ খোলাসা করলেন পাপন

গ্লাভস হাতে স্ট্যাম্পের পেছনে দীর্ঘ সময়ের সেনানী মুশফিকুর রহিম। ১৫ বছরের ক্যারিয়ারে ব্যাট হাতে নির্ভরযোগ্য হয়ে ওঠার পাশাপাশি গ্লাভস হাতেও দক্ষতার পরিচয় দিয়ে গেছেন মুশফিক।

টেস্ট ফরম্যটে সাম্প্রতিক সময়ে গ্লাভস হাতে অনিয়মিত হয়ে পড়লেও সীমিত ওভারের ক্রিকেটে তিন কাঠির পেছনে মুশফিক ছিলেন নিয়মিত। তবে জিম্বাবুয়ে সিরিজে মুশফিকের মাঝপথে চলে আসার পর হেড কোচ রাসেল ডমিঙ্গো গ্লাভস তুলে দিয়েছিলেন নুরুল হাসান সোহানের হাতে।

এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও সোহানের উপরেই আস্থা রেখেছিলেন হেড কোচ। গ্লাভস হাতে মুশফিককে জাতীয় দলে আর দেখা যাবার সম্ভাবনা না থাকার পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছে তাকে উইকেটরক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া নিয়ে।

মুশফিককে উইকেটরক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কারণ জানাতে গিয়ে নাজমুল হাসান পাপন যুক্তি দিয়েছেন নিজের মত করেই। সেই সাথে ‘গ্লাভস কেড়ে নেয়া হয়েছে মুশফিকের কাছ থেকে’ এমনটাও মানতে নারাজ বিসিবি বস।

শনিবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেন, “কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো ক্রিকেটার কেমন কিপিং করে আমরা কি দেখতে পারব না? একজনের জায়গায় আর একজনকে সুযোগ দিয়ে দেখতে অসুবিধা কি। সোহানকে সুযোগ দেয়া হয়েছে সে তো ভালোই করেছে।‘’

মুশফিকের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহানের কিপিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার খুব একটা সুযোগ নেই। ঘরোয়া ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে পরীক্ষিত সোহান জাতীয় দলেও গ্লাভস হাতে ছিলেন অনেকটাই সফল। নতুন খেলোয়াড় বের করে আনতে হলে একজনকে জায়গা ছেড়ে অন্য জনকে জায়গা দিতেই হবে এমনটা মনে করেন পাপন।

বিসিবি প্রেসিডেন্ট আরও বলেন, ‘’ও (সোহান) কি খারাপ কিপিং করেছে? আপনারাই তো বলেছেন সোহান ভালো কিপিং। অবশ্যই ও সেরা কিপার। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button