বাংলাদেশ ক্রিকেট

মিরপুর টেস্টের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

হতাশার কালো মেঘের নিচে দিন যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কোন মতেই যেন কাটছেনা পরাজয়ের জোয়ার। টি২০’র মত টেস্টেও বাংলাদেশের যাচ্ছে তাই অবস্থা। আর তাই পাকিস্তানের সাথে সাগরিকায় ১ম টেস্টে বড় ব্যাবধানে পরাজয়ে আরো হতাশ টাইগাররা।

২ ইনিংসেই ভুগিয়েছে ওপেনারদের ব্যার্থতা। ওপেনারদের দ্রুত বিদায় নেয়া এবং তাদের দায়িত্বহীন ব্যাটিং বাংলাদেশ দলকে অনেক বড় ভুগিয়েছে। আর সেই কারনেই সিরিজের ২য় টেস্ট মিরপুরে টাইগার একাদশে আনা হয় একাধিক পরিবর্তন।

[আরও পড়ুন: কাটছেনা টাইগারদের ওপেনিং সংকট]

ওপেনার সংকট এর জন্যই মূলত টি২০ ও ওয়ানডে তে ভালো ফর্মে থাকা নাইম শেখ কে টেস্ট দলে নেয়া হয়। বিশ্লেষন করলে দেখা যায়, টি২০ তে বা ওয়ানডে তেও ধৈর্যশীল ব্যাটিং এবং অসাধারন ব্যাটিং এর কারনেই তাকে টেস্ট দলে নির্বাচিত করা হয়েছে। আর নাইম শেখ হয়তো বা কাটাতে আরে টাইগারদের এই টেস্টের ওপেনিং সংকট। আর ঢাকা টেস্ট এর মাধ্যমেই টেস্টে অভিষেক ঘটতে চলেছে নাইম শেখের।

নাইম শেখ এর পাশাপাশি ঢাকা টেস্টে ফিরছেন বিশ্বতারকা সাকিব আল হাসান ও স্পিড স্টার তাসকিন আহমেদ। ইনজুরির কারনে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ছিটকে যায় সাকিব আল হাসান। আর তাই এখন পর্যন্ত মাঠের বাইরে তিনি। পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে হাতে চোট পেয়ে তাসকিন ছিটকে যায় প্রথম টেস্ট থেকে।

তবে এই ২ জন তারকা’র ফেরা দলকে অনেকটাই স্বস্তি জোগাবে। নতুন করে আর বাদ পড়েনি কোন ক্রিকেটার। টাইগার টেস্ট একাদশে তাই থাকবে ২০ জন প্লেয়ার।

আজ (৩০ নভেম্বর,২০২১) ১ম টেস্ট শেষ হয় বাংলাদেশ এর। আগামীকাল (১ ডিসেম্বর, ২০২১) চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে ২ দলের ক্রিকেটাররা।

এক নজরে ঢাকা টেস্টের বাংলাদেশ দলঃ মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ

নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button