বাংলাদেশ ক্রিকেট

ভিসা জটিলতা কাটিয়ে দুবাই গেলেন তাসকিন-বিজয়

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়ে ২৩ আগস্ট। তবে ভিসা জটিলতায় একদিন পর যেতে হয়েছে পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার এনামুল হক বিজয়কে।

গতকাল সারাদিন অবশ্য তাদের ভিসা জটিলতা কেটেছে কীনা এ নিয়ে সংশয়ের অন্ত ছিল না। কারণ নির্বাচক, ক্রিকেট পরিচালনা বিভাগ কিংবা বিসিবির লজিস্টিক বিভাগ কোথাও সদোত্তর মিলছিল না।

তাসকিন-বিজয়ের যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় দুজনের দেওয়া ফেসবুক পোস্টের মাধ্যমে। সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে ছবি সম্বলিত পোস্ট দেন তারা।

তাসকিন লিখেছেন, ‘এশিয়া কাপের দিকে তাকিয়ে আছি, আমাদের জন্য দোয়া করবেন।’

অন্যদিকে উইকেট রক্ষক ব্যাটার বিজয় তাসকিনকে ট্যাগ দেওয়া ছবির ক্যাপশনে শুধু লিখেন, ‘আমাদেরকে আপনার প্রার্থনায় রাখবেন।’

এদিকে ২৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পৌঁছে গতকাল (২৪ আগস্ট) বিশ্রামে ছিল পুরো দল। আজ (২৫ আগস্ট) শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন।

২৭ আগস্ট থেকে পর্দা উঠছে এশিয়া কাপের মূল পর্বের। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button