বাংলাদেশ ক্রিকেট

ভিন্ন এক সেঞ্চুরির সামনে সাকিব

আজ (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। টস করতে নামলেই মাইলফলক স্পর্শ করবেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার গৌরব অর্জন করবে টাইগার অলরাউন্ডার।

নতুন মেয়াদে এশিয়া কাপ দিয়েই টি-টোয়েন্টি অধিনায়কত্বের যাত্রা করছেন সাকিব। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে শক্তিশালী আফগানিস্তান। যারা নিজেদের ও টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দেয়, জিতেছে ৮ উইকেটে।

মাঠে দলের পারফরম্যান্স কি হবে সেটা সময়ই বলে দিবে। তবে মাঠে নামলেই সাকিব তৃতীয় বাংলাদেশী ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার সেঞ্চুরি পূর্ণ করবেন।

তার আগে বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ (১১৯) ও মুশফিকুর রহিম (১০০)। মুশফিক-রিয়াদ ছাড়াও যেসব ক্রিকেটার এই ক্লাবে নাম লিখিয়েছেন তারা হলেন শোয়েব মালিক (১২৪), মার্টিন গাপটিল (১২১), মোহাম্মদ হাফিজ (১১৯), এউইন মরগান (১১৫), পল স্টার্লিং (১১৪), কেভিন ও’ব্রায়েন (১১০), জর্জ ডকরেল (১০৫), ডেভিড মিলার (১০৪), রস টেইলর (১০২) ও কাইরন পোলার্ড (১০১)।

২০০৬ সালে দেশের প্রথ আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়ে যাত্রা শুরু সাকিবেরও। টাইগাররা এখনো পর্যন্ত খেলেছে ১৩১ টি ম্যাচ, যেখানে সাকিব ৯৯ টি।

১২০.৮৬ স্ট্রাইক রেট এবং ২৩.১০ গড়ে ২০১০ রান সংগ্রহ সাকিবের। যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতে এই সময়ে উইকেট নিয়েছেন ১২১ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button