বাংলাদেশ ক্রিকেট

ব্যাট হাতে চার-ছক্কায় রানফোয়ারা ছোটালেন এনামুল হক বিজয়

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট হাতে চার-ছক্কার বৃষ্টি ঝড়িয়েছেন এনামুল হক বিজয়। ডানহাতি এই ব্যাটার অল্পের জন্য মিস করেছেন ডাবল সেঞ্চুরি।

ডিপিএলের ২২তম ম্যাচে সাভারের বিকেএসপিতে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক এদিন ইনিংস উদ্বোধন করতে পাঠায় এনামুল হক বিজয় ও শাহাদাৎ হোসেন দিপুকে। ব্যাট হাতে এদিন দুজনেই শাইনপুকুরের বোলারদের তুলোধুনো করতে থাকেন শুরু থেকে।

ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ১৬২ রান জড়ো করলে এই জুটি বিচ্ছিন্ন হয় দিপু সাজঘরে ফিরে গেলে। ৪৭ বল মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে সিকান্দার রাজার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন দিপু।

দিপু প্যাভিলিয়নে ফিরে যাবার আগেই সেঞ্চুরি হাঁকানো বিজয় ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন দ্বিশতকের দিকে। মাঝখানে অভিমন্যু ও মোহাম্মদ মিঠুন ব্যাট হাতে বিজয়কে সমর্থন দিয়েছিল ক্রিজে। অভিমন্যু ৪৩ বলে ৩০ রান করে সাজঘরে ফেরত যাবার পর দলীয় ২৮৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়।

১৪২ বল মোকাবেলায় বিজয় এদিন খেলেছেন ১৮৪ রানের বিধ্বংসী ইনিংস। তার এই ইনিংসে ছিল ১৮টি চার ও ৮টি ছক্কার মার। শেষের দিকে নাসির হোসেনের ৩২ বলে ৬২ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৮ রানের বড় পুঁজি পায় প্রাইম ব্যাংক।

৩৮৯ রানের বড় লক্ষ্যে খেলতে নামা শাইনপুকুর সুবিধা করতে পারেনি শুরুর দিকে। অভিষেক মিত্র, আনিসুল ইসলাম ইমন ও তাসামুল হক এই তিন টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফিরে যান দলীয় ৪২ রানের মধ্যেই।

মিডল অর্ডারে সিকান্দার রাজা ও সাজ্জাদুল হক চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। সিকান্দার রাজা ৯৮ রানের ইনিংস খেললেও ৫৬ রানের ইনিংস খেলেন সাজ্জাদুল। তবে বাকি ব্যাটাররা সুবিধা করতে না পারলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রানে থামে শাইনপুকুর। ফলে প্রাইম ব্যাংক ম্যাচ জিতে নেয় ১১১ রানের বড় ব্যবধানে।

স্কোরকার্ড

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৮৮/৫ (৫০ ওভার), বিজয়-১৮৪, নাসির হোসেন-৬১, দিপু-৪৭।
সিকান্দার রাজা ৪১/২, পায়েল ৮৮/২।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২৭৭/৮ (৫০ ওভার), সিকান্দার রাজা-৯৮, সাজ্জাদুল-৫৬, রাহাতুল-২৮।
রাকিবুল ৪৫/৪, রাজা ৪০/১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button