বাংলাদেশ ক্রিকেট

বিশ্বকাপে চারে ব্যাটিং করবেন সাকিব!

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে চার নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার।

কিছুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেছেন সাকিব। সেখানে গায়ানার হয়ে চার নাম্বারে নেমে তার কাছ থেকে দেখা গিয়েছে বিধ্বংসি ব্যাটিং।  সেখানে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই চার নম্বরে ব্যাটিংয়ে নামতে দেখা যায় সাকিবকে। চারে নেমে একটি হাফ সেঞ্চুরিও করেছেন সাকিব।

সাকিবের বড় মঞ্চে চারে ব্যাটিংয়ে নজর কেড়েছে নির্বাচকদেরও।  এ কারণে বিশ্বকাপেও সাকিবকে চার নম্বরে চান বাশার। সচারচর সাকিব ৩ নাম্বারে ব্যাট করলেও গত বিশ্বকাপের এক ম্যাচে তাকে ওপেনিংয়েও দেখা গিয়েছে সাকিবকে। তবে তিনে ব্যাট করার চেয়ে বড় মঞ্চে চারেই বেশি আলোড়ন ছড়িয়েছে এই তারকা অলরাউন্ডার।

জাতীয় দলে চার নম্বরে নেমে এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ২৮.৭২ গড়ে ও ১২২.৩৬ স্ট্রাইক রেটে এক হাজার ৩৪ রান করেছেন তিনি। ২০১৯ সালে পাওয়া নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে তিনে নেমে ২৫ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ১১১.৬৮ স্ট্রাইক রেটে ৪৭৮ রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি।

সাকিবের চারে নামা প্রসঙ্গে বাশার বলেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করছি। সিপিএলে সে চার নম্বরে ব্যাটিং করেছে এবং সফল হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটেও সে যেটা দরকার, সেটাই করবে। সাকিব যে তার ব্যাটিং পজিশন ছাড়বে না- এমন কিছুই নয়। সে স্বাচ্ছন্দ্যে খেলতে ভালোবাসে।’

‘আমরা যখন তার সাথে কথা বলেছি, তিনে বা চারে যেখানেই সে নামুক তাতে তার কোনও সমস্যা নেই। সাকিব যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। সে সবকিছুই অন্যভাবে দেখে। দলের জন্য কিছু করতে পারলে খুশি হয়। আমার মনে হয়, অস্ট্রেলিয়াতে সে চার নম্বরে ব্যাটিং করবে এবং তিনে নামবে অন্য কেউ। আমার মনে হয়, আমাদের পাঁচ-ছয়-সাতে কারা নামবে সেটাও ঠিক করা আছে।’

চারে নেমে সিপিএলের শুরুটা অবশ্য ভালো হয়নি সাকিবের। টানা দুই ম্যাচেই শুন্য করেন তিনি। তৃতীয় ম্যাচে ২৫ বলে ৩৫ ও চতুর্থ ম্যাচে ৩০ বলে ৫৩ রান করেন তিনি। তারপরের দুই ম্যাচে করেন যথাক্রমে এক ও পাঁচ রান। তবে এবার সাকিবের চ্যালেঞ্জ বিশ্বকাপে নতুন কিছু করে দেখানো, কারন তার উপরেই ভরসা পুরো দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button