বাংলাদেশ ক্রিকেট

‘বাংলা ওয়াশ’ ত্রি-দেশীয় সিরিজের নাম ও ট্রফি উন্মোচন

আগামী ৭ই অক্টোবর নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান মধ্যকার ত্রি-দেশীয় সিরিজ। বিশ্বকাপের আগে এমন ত্রি-দেশীয় সিরিজ নিয়ে ভক্তদের মাঝে চলছে বাড়তি উত্তেজনা।

গত ২ অক্টোবর নিউজিল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে পৌঁছানোর ঠিক ৩দিন বাদেই উন্মোচিত হলো এই সিরিজের ট্রফি যেখানে বাংলাদেশীদের মধ্যে ব্যাপক চমক ও আলোড়ন ছড়িয়েছে এই সিরিজের নাম। অনেকে বিষয়টি হাস্যরস দৃষ্টিতেও দেখছেন।

আজ ৩ দলের অধিনায়কদের একসাথে নিয়ে করা হয় ট্রফি উন্মোচন যার ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় ট্রফির গায়ে স্পষ্ট বাংলায় লেখা রয়েছে ‘বাংলা ওয়াশ’ এবং ট্রফি রাখা স্টান্ডটার গায়ে লেখা ‘বাংলা-ওয়াশ টি-টুয়েন্টি ট্রাই-নেশোন সিরিজ’।

ট্রফি ও সিরিজের নামে এমন বাংলা লেখা আলোড়ন ছড়িয়েছে ভক্তদের মাঝে। মূলত কোন দলকে বাংলাদেশ হোয়াইট-ওয়াশ করালো ভক্ত-সমর্থকদের মাঝে এই ‘বাংলা ওয়াশ’ কথাটি প্রচলিত থাকলেও এমন সিরিজের নামকরণে বিষয়টি অত্যন্ত অবাক করে।

তবে এক সুত্রে জানা যায়, ‘বাংলা ওয়াশ’ নামক এক প্রতিষ্ঠান সিরিজটির মূল স্পন্সর হওয়ায় ট্রফি ও সিরিজের গায়ে তাদের প্রতিষ্ঠানের নামের লোগো স্থান পেয়েছে ট্রফিটিতে।

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, টাইগার অধিনায়ক সাকিব না পৌঁছানোর ফলে দলের সহ-অধিনায়ক সোহান এবং পাক অধিনায়ক বাবর আজম একসাথে দাঁড়িয়ে তাদের সামনে ট্রফিটি রেখে ‘শুভ উন্মোচন’ করা হয় এই বহুল আকাঙ্খিত দিপাক্ষিক সিরিজের।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড এবং পাকিস্তান। উভয় দলের সাথেই অন্তত চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর ও ১৩ অক্টোবর প্রতিপক্ষ পাকিস্তান ও ৯ এবং ১২ অক্টোবর প্রতিপক্ষ কিউইরা। সিরিজের ফাইনালে উঠলে আরো একটি ম্যাচ বেশি খেলতে হবে বাংলাদেশকে।

নিউজিল্যান্ড থেকে দলের লক্ষ্য টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশনে অস্ট্রেলিয়া যাওয়ার। সেখানে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা বিশ্বকাপে আছে বাংলাদেশেরই গ্রুপে।

প্রস্তুতি ম্যাচ শেষে হোবার্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপ পেরিয়ে আসা দল। ২৭ অক্টোবর সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষে খেলবে দক্ষিন আফ্রিকা।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ ও ত্রি-দেশীয় সিরিজ স্কোয়াড: 

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button