বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশের একাদশ সাজানোতে গলদ দেখছেন ফিল্যান্ডার

দক্ষিণ আফ্রিকার বিপখে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু ডারবানের উইকেট কেমন হবে তা নিয়ে আলোচনা চলেছিল সিরিজ শুরুর আগেই। স্পিনবান্ধব উইকেট হতে পারে ডারবানে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল আগে থেকেই।

দলে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সমান সুবিধা পাচ্ছেন ডারবানের উইকেট থেকে তা স্পষ্ট। তবে সাকিব আল হাসান না থাকায় মেহেদি হাসান মিরাজের সাথে আরেকজন স্পিনার হিসেবে সাকিব আল হাসান না থাকায় তাইজুল ইসলামকে সুযোগ দেয়ার সম্ভাবনা ছিল। তবে সেই পথে হাটেনি টিম ম্যানেজমেন্ট।

এদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ভারনন ফিল্যান্ডার মনে করছেন বাংলাদেশ দলে একাদশে একজন কম স্পিনার রয়েছে। মেহেদি হাসান মিরাজের প্রশংসাও করেন এই প্রোটিয়া ক্রিকেটার।

ফিল্যান্ডার বলেন, ‘’আমি তা বলব না। তবে একাদশে একজন বোলারের কমতি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় তিন পেসার ও ও এক স্পিনার নিয়ে খেলা কঠিন। তবে মিরাজ দারুণ বোলিং করেছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে, প্রথম দিনে এমন বোলিং দুর্দান্ত। পেসাররা হয়ত উইকেট এনে দিচ্ছিল, তবে মিরাজ প্রোটিয়াদের চেপে ধরেছিল, ব্যাটিং লাইনআপকে অনেক চাপে ফেলেছিল।‘’

সাকিব আল হাসান না থাকায় যে ঘাটতি দেখা দিয়েছে টাইগারদের একাদশে সেখানে ভারসাম্য বজায় রাখার জন্য একজন বাড়তি বোলারের প্রয়োজন ছিল বলে মনে করেন ফিল্যান্ডার। তার ভাষ্য, ‘’দিনশেষে ব্যাপারটা হল ভারসাম্যের। দক্ষিণ আফ্রিকায় এলে আপনি তিন পেসার রাখতেই পারেন। তবে ৮-১০ ওভার বল করতে পারে এমন একজন অলরাউন্ডার থাকলে পেসাররা একটু নিস্তার পেত। হ্যাঁ, একজন বোলার মনে হয় কম হয়ে গেছে।‘’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে কাজে লাগিয়ে পেসারদের দ্রুত উইকেট তুলে নেয়ার পরামর্শও দেন তিনি। ফিল্যান্ডার যোগ করেন, ‘’সব কিছু সাধারণ রেখে চাপ সৃষ্টির চেষ্টা করে যেতে হবে। এজন্য শুরুতে দ্রুত কিছু উইকেট তুলে নিতে হবে। এটা রকেট সাইন্স নয়, দক্ষিণ আফ্রিকায় পেসাররা একটু সুবিধা পাবেই। তাই দীর্ঘ সময় ধরে নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে হবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button