বাংলাদেশ ক্রিকেট

পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চান এনামুল হক বিজয়

টি-টোয়েন্টি কিংবা টেস্ট দুই ফরম্যাটেই বাংলাদেশ দলের ওপেনিং পজিশন ধুঁকছে লম্বা সময় ধরে। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে তামিম ইকবালের স্বেচ্ছায় সরে যাওয়ার পর সেই অভাব পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়ে গেছেন লিটন দাস কিংবা সৌম্য সরকাররা।

দলে কম সময়ের ব্যবধানেই নতুন নতুন সব ক্রিকেটারদের আনাগোনা দেখা গেলেও তারাও থিতু হতে পারছেন না, করতে পারছেন না পারফরম্যান্স। টেস্ট ক্রিকেটে সর্বশেষ টপ অর্ডার ব্যাটার হিসেবে অভিষেক হয়েছে বয়সভিত্তিক ক্রিকেট মাতানো মাহমুদুল হাসান জয়ের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন এই ব্যাটার। সেই সাথে সাইফ হাসান ও সাদমান ইসলামরাও নিজেদের মেলে ধরতে পারছেন না ঠিকমত।

টেস্ট অধিনায়ক মুমিনুল হকও সম্প্রতি জানিয়েছিলেন তরুণ ক্রিকেটাররা পারফর্ম করতে ব্যর্থ হলে যেন অভিজ্ঞদের সুযোগ দেয়া হয়। তবে অধিনায়কের এমন পরামর্শ নির্বাচকরা আদৌ আমলে নিবেন কিনা সেটাই যেন এক বড় প্রশ্ন।

অবস্থা যেমনই হোক না কেন একসময় জাতীয় দলের নিয়মিত ওপেনার এনামুল হক বিজয় কিংবা ইমরুল কায়েসদের মত অভিজ্ঞদের একটা সুযোগ হয়তো দেয়া যেতেই পারে এমনটা ভাবা অমূলক হবে না বটে। টিম ম্যানেজমেন্টের নজরে আসতে তাই এনামুল হক বিজয় ব্যাট হাতে পারফর্ম করেই আবারও জাতীয় দলে ফিরতে চান। যার মঞ্চ হিসেবে তার চোখ আসন্ন বিপিএলে।

আজ (৯ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এনামুল হক বিজয় জানিয়েছেন ভালো খেলেই আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান তিনি। তার ভাষ্য, ‘’আসলে ভালো তো লম্বা সময় ধরেই করছি। কাউকে খারাপ করার পর আমাকে সুযোগ পেতে হবে এরকম না। ভালো খেলেই বাংলাদেশ দলে সুযোগ পেতে চাই। আর এখন তো সম্পূর্ণ সিলেক্টরদের ব্যাপার বিসিবির ব্যাপার আমাদের কে সুযোগ দেবে কিনা”

নিজে পারফরম্যান্স করার পাশাপাশি সেই পারফরম্যান্স পরিমাপ করার ভার এনামুল ছেড়ে দিয়েছেন বিসিবির হাতেই। এই ব্যাটার যোগ করেন, ‘’আমি ভালো খেলার চেষ্টা করব যতদিন ক্রিকেট কে জানে প্রানে ভালবাসি। বাদবাকি বিসিবির উপর ছেড়ে দিতে হবে তারা যেহেতু আমাদের অভিভাবক তারাই সবচেয়ে বেশি ভালো বুঝবেন আমাকে বাংলাদেশ দলে কতটুকু প্রয়োজন। আমি কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button