বাংলাদেশ ক্রিকেট

পাকিস্তানকে হটিয়ে আইসিসি র‍্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

আবারও বড় সুখবর পেল বাংলাদেশ দল। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ উন্নতি করেছে টাইগাররা। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন মাচ ওয়ানডে সিরিজে পাকিস্তান ৮৮ রানের বড় ব্যবধানে হারের পর র‍্যাংকিংয়ে টাইগারদের উন্নতি হয়েছে একধাপ।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয় নম্বরে থেকেই পাকিস্তান দল শুরু করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে সিরিজের প্রথম ম্যাচে বড় পরাজয়ের পর তারা একধাপ নেমে সাত নম্বরে চলে গেছে। র‍্যাংকিংয়ে তাদের অবনতির ফলে বাংলাদেশ দল উঠে গেছে ছয় নম্বরে।

টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৯৩.০৬। অন্যদিকে পাকিস্তান দলের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৯২.৫০। টাইগারদের থেকে সামান্য কিছু পয়েন্ট পিছিয়ে পড়াতেই অবনতি হয়েছে পাকিস্তানের।

এই অবস্থা থেকে উত্তরণের পথ অবশ্য খোলা রয়েছে পাকিস্তানের সামনে। অজিদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে জয় পেলে পুনরায় ছয় নম্বরে চলে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তখন বাংলাদেশ দল আবারও নেমে যেতে হবে সাত নম্বরে।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভ করার পর ১ রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার নামের পাশে। র‍্যাংকিংয়ে অজিদের কোনো পরিবর্তন না ঘটলেও তাদের নামের পাশে এখন রয়েছে ১১৭ রেটিং পয়েন্ট। অজিদের এখন অবস্থান তিন নম্বরে।

আইসিসি র‍্যাংকিংয়ে সবার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড দল। কিউইদের নামের পাশে রয়েছে ১২১ রেটিং পয়েন্ট। র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নামের পাশে রয়েছে ১১৯ রেটিং পয়েন্ট।

১১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পরের অবস্থানে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১০। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১০২ এ। যা তাদের ঠাই করে দিয়েছে র‍্যাংকিংয়ের পাঁচ নম্বর অবস্থানে।

ছয় নম্বরে বাংলাদেশ ও সাত নম্বরে থাকা পাকিস্তানের পর আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ৮১। ৭৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও ৬৮ পয়েন্ট নিয়ে আফগানিস্তান রয়েছে দশ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button