বাংলাদেশ ক্রিকেট

পরাজয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

আজ শুরু হয় বিশ্বকাপের আগের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বহু আকাঙ্খিত ত্রি-দেশীয় সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশ-পাকিস্তানের লড়াই দিয়ে শুরু হয় এই ত্রি-দেশীয় সিরিজ।

প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সোহান। এই ম্যাচে সাকিবকে খেলানো হয়নি। শুরুরতেই মাত্র ৭ ওভারেই বিনা উইকেটে শুরু হয় বাবর-রিজওয়ানের লড়াকু জুটি। এরপর বাবর আউট হলেও রিজওয়ানকে সঙ্গ দেন শ্যান মাসুদ।

শেন মাসুন মাঠ ছাড়লে খুব বেশিক্ষন টিকেনি হায়দার আলি। তবে আরেক প্রান্ত আগলে রেখেছিলেন মোহাম্মদ রিজওয়ান। মাত্র ১৩ রান করে ইফতেখান আউট হলে আসিফ আলি টিকতে পারেননি বেশিক্ষন। তবে নাওয়াজ একটি ছক্কা হাঁকিয়ে নট-আউট থাকেন। অপরদিকে শুরু থেকে ব্যাট করা রিজওয়ান ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

তাসকিন ৪ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে জোড়া উইকেট পান। পাশাপাশি হাসান, নাসুম ও মেহেদী একটি করে উইকেট পান তাদের ঝুলিতে। উইকেটবিহীন মুস্তাফিজ ছিলেন ৪ ওভারে ৪৮ রান দিয়ে খরুচে। ২ ওভারে ১৭ রান দেওয়া মোসাদ্দেকও ছিলেন উইকেটবিহীন।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৫ রানে ভাঙ্গে মিরাজ-সাব্বির ওপেনিং জুটি। একটি ছক্কা হাঁকিয়ে মিরাজ ১১ বলে ১০ রান করে মাঠ ছাড়েন। মিরাজের যাওয়ার কিছুক্ষন পর হারিস রউফের বলে মিস-টাইমিংয়ে ১৮ বলে ১৪ রান করে আউট হোন সাব্বির।

তবে মিরাজ-সাব্বির যাওয়ার পর বাংলাদেশকে জয়ের আশা দেখায় লিটন-আফিফ জুটি। লিটনের ৩৫ ও আফিফের ২৫ রানে তাদের জুটি দাঁড়ায় ৫০ ঊর্ধ্ব রানে। তবে ১৩তম ওভারে লিটন মাঠ ছাড়লে পরের বলেই আউট হয়ে নাওয়াজকে হ্যাট্রিকের সুযোগ করে দেন মোসাদ্দেক। তবে তা ঠেকান সোহান।

এরপর ১৪তম ওভারে ২৫ রানে মাঠ ছাড়েন আফিফ। দলের অধিনায়ক সোহানো আরো বেশিক্ষন টিকতে পারেনি। পরের ওভারেই শাদাব খানের বলে ক্যাচ দিয়ে আউট হোন সোহান। তাসকিন ২ রান ও নাসুম ০ রানে মাঠ ছাড়লেও জয়ের আশা টিকিয়ে রাখেন ইয়াসির রাব্বি। হাসান মাহমুদ অপরাজিত থাকদেন ২ রানে।

শেষ মূহুর্তে ইয়াসির রাব্বির ২১ বলে ৪২ রানের অপরাজিত ঝড়ো ইনিংসের পরও পরাজয় দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৭৮ রান করে ম্যাচ সেরা হোক পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button