বাংলাদেশ ক্রিকেট

নয় বছর পর ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলেই পার করল জিম্বাবুয়ে। ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। দীর্ঘ ৯ বছর এবং ১৯ ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে জয় পেলো জিম্বাবুয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জবাবে তামিম, লিটন, বিজয় ও মুশফিকের অর্ধ-শতকে ৩০৩ রান করে টাইগাররা। ৩০৪ রানের বড় লক্ষ্য দেওয়া সত্যেও বোলারদের দায়িত্বহীন ব্যাটিং ও বাজে ফিল্ডিং এর কারনে পরাজয়ের মুখ দেখে তামিমবাহিনী।

প্রথমে ৬ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৬২ রানে গিয়ে আরো এক উইকেট হারিয়ে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। তবে সেই তৃতীয় উইকেটে নামা রাজা-কাইয়া হাল ধরেন। এক পর্যায়ে দুজনই তাদের ব্যাক্তিগত শতক তুলে নেন। এরপর ২৫৪ রানে ৪২তম ওভারে ১১০ রান করে আউট হোন কাইয়া। তবে শতক হাঁকানো রাজা ১৩৫ রান করে জিম্বাবুয়েকে জয়ের বন্দরে নিয়ে যায়।

সবশেষে বোল হাতে ১ উইকেট নিয়ে এবং দলের জন্য কার্যকারী ১৩৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হোন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button