বাংলাদেশ ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে অসংখ্য চমক, ফিরলেন রিয়াদ-সোহান-সৌম্য

বিশ্বকাপের পূর্ব-মুহুর্তের গুরুত্বপূর্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে কিউইদের দল ঘোষনা করা হয়েছে এই সিরিজের জন্য। সেখানে দেখা গেছে যে মূল ক্রিকেটারদের রেখেই দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।

তবে আজ (শনিবার) বিসিবি কর্তৃক ঘোষনা করা হয় নিউজিল্যান্ড সিরিজের জন্য দল। পূর্বআলোচনা মতাবেক এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ওপেনার লিটন কুমার দাস।

শনিবার রাত ৯টায় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত সেই দলে ফিরেছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাথে ফেরানো হয়েছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহানকে।

এই সিরিজে অভিষেক হতে পারে বাঁহাতি ব্যাটসমান জাকির হাসান, স্পিনার রিশাদ হোসেন ও পেসার সৈয়দ খালেদ আহমেদের। তবে এশিয়া কাপের বাজে পারফর্মেন্সে বাদ পড়েছেন নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব এবং শামীম পাটোয়ারি।

বিশ্বকাপের আগে ইঞ্জুরির রিস্ক না নিতেই অনেক ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপের মূল স্কোয়াড ঘোষনা না করা হলেও এই সিরিজের পরপরই নতুনদের পারফর্মেন্স নিয়ে বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে বিশ্বকাপের স্কোয়াড।

তিন ম্যাচ সিরিজের খেলাগুলো হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button