বাংলাদেশ ক্রিকেট

দ্বিতীয় দিন শেষে হারমারের বোলিং তোপে বেকায়দায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ দল। প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা ৩৬৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১০০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা।

তামিম ইকবালের অনুপস্থিতিতে টাইগারদের ইনিংস উদ্বোধন করতে নামেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এই জুটির মধ্যে জয় দেখেশুনে ব্যাট চালিয়ে গেলেও ব্যর্থ ছিলেন সাদমান। দলীয় মাত্র ২৫ রানের মাথায় এদিন সাইমন হারমারের শিকার হয়ে ব্যক্তিগত ৯ রানে মাঠ ছাড়েন সাদমান।

প্রথম দিকেই টপ অর্ডার সাদমানকে হারিয়ে জয় জুটি গড়েন নাজমুল হোসেন শান্তর সাথে। তবে এই জুটি স্থায়ীত্ব ছিল দলীয় ৮০ রান পর্যন্ত। হারমারের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে শান্ত মাঠ ছাড়েন ব্যক্তিগত ৩৮ রানে।

অধিনায়ক মুমিনুল নিজেকে মেলে ধরার আগেই আবারও আঘাত হানেন হারমার। ৮ বল মোকাবেলা করলেও মুমিনুল কোনো রান না করেই সাজপঘরের পথ ধরেন। দলের রান যখন ৯৪ তখন চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মাত্র ৭ভ রান করেই হারমারের চতুর্থ শিকারে পরিণত হন মুশফিক।

দ্বিতীয় দিন শেষে একপ্রান্ত আগলে রেখে খেলে যাওয়া মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ৪৪ রান নিয়ে। বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৮ রান। টাইগাররা প্রথম ইনিংসে পিছিয়ে আছে ২৬৯ রানে। বল হাতে ৪টি উইকেটই নিয়েছেন হারমার।

এর আগে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনেই খালেদ আহমেদের পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের বেকায়দায় ফেলে বাংলাদেশ। বাভুমা ব্যক্তিগত ৯৩ রানে প্যাভিলিয়নে ফিরে গেলে শেষের দিকে সাইমন হারমারের অপরাজিত ৩৮ রানে ভর করে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৩৬৭ রানে।

বল হাতে বাংলাদেশের হয়ে খালেদ ৪টি, মিরাজ ৩টি এবং ২টি উইকেট নেন এবাদত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button