বাংলাদেশ ক্রিকেট

দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত রয়েছি আমরা: তাসকিন আহমেদ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করে কোনো বিরতি না দিয়েই ১৮ সদস্যের বহর নিয়ে টাইগাররা পাড়ি জমিয়েছে নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষেও পাকিস্তানের সমান দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা যা অন্তর্ভুক্ত রয়েছে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবেই।

নিউজিল্যান্ডে অবস্থান করা বাংলাদেশ দল সেখানে কোয়ারেন্টাইনে থাকবে এক সপ্তাহ। কোভিড পরিস্থিতির কড়াকড়ি থাকায় টিম হোটেল ছেড়ে বের হবার বিন্দুমাত্র সুযোগ নেই গোটা দলের।

কোয়ারেন্টাইন শেষ করে অবশ্য অনুশীলনে নামবে গোটা দল। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। এরপর ১ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।

এদিকে সাদা পোশাকে বাংলাদেশ দলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে হোয়াইটওয়াশ হবার পর শ্রীলঙ্কা সফরেও টেস্টে সুবিধাজনক পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হেরে আত্মবিশ্বাস যখন তলানিতে তখন সমালোচনাও ঘিরে ধরেছে চারদিক থেকে।

সেই সমালোচনাকে পেছনে ফেলে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য দীর্ঘ সময় ভ্রমণ শেষে নিউজিল্যান্ড পৌঁছে পেসার তাসকিন আহমেদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কিছুটা কঠিন হলেও দেশের জন্য নিজেদের সবটুকু উজার করে দিয়েই লড়তে চান এমনটাও জানিয়েছেন তিনি।

তাসকিন বলেন, ‘’আল্লাহর রহমতে ঢাকা থেকে নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন পর্ব শুরু হবে। সবাই সুস্থভাবে, ভালোভাবে পৌঁছেছি।‘’

নির্ধারিত ৭ দিন কোয়ারেন্টাইন পর্ব শেষ করেই মাঠে নেমে পড়বে টাইগাররা। সেখানের কোয়ারেন্টাইনের কড়াকড়ি থাকায় তা নিয়ে খুব একটা না ভেবে দেশের জন্য পারফর্ম করতে চান এমনটাই জানিয়েছেন এই পেসার।

তাসকিনের ভাষ্য, ‘’৭ দিন রুম কোয়ারেন্টিন হবে। যদিও জিনিসটা কঠিন, কিন্তু ঠিক আছে। দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button