বাংলাদেশ ক্রিকেট

‘দেখা হলেই মানুষ প্রশ্ন করে-আপনি নেই কেন?’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একসময় নিয়মিত ওপেনার হিসেবে ছিলেন ইমরুল কায়েস। ব্যাট হাতে পরীক্ষিত এই ক্রিকেটার হুট করেই বাদ পড়েন কয়েকটি ম্যাচে পারফর্ম করতে না পারায়। বাড়তি কোনো সময় কিংবা সুযোগ কোনোটিই দেয়া হয়নি বাঁহাতি এই ব্যাটসম্যানকে। ফলে অনেকটা অবহেলা নিয়েই ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন কায়েস।

বাংলাদেশ দলে সাম্প্রতিক সময়ে ওপেনারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে তা জলের মতই পরিস্কার। নতুন ক্রিকেটারদের সুযোগ দেয়া হলেও তারা যেন মেলে ধরতে পারছেন না নিজেদের। তবে বিকল্প পথ হিসেবে অভিজ্ঞদের নেয়ার কথা টিম ম্যানেজমেন্টের মাথায় কেন প্রবেশ করছে না তাও যেন এক বড় প্রশ্ন।

এদিকে দলে যখন ওপেনারের ঘাটতি তখন ইমরুল কায়েস জানিয়েছেন আবারও পারফর্ম করে দলে ফিরতে চান তিনি। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভালো করতে পারলে আবারও জায়গা মিলতে পারে জাতীয় দলে এমনটাই আশা প্রকাশ করেন এই ব্যাটসম্যান। সেই সাথে জাতীয় দলের জার্সিতে খেলেই ক্রিকেটকে বিদায়ও বলতে চান তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে সাম্প্রতিক সময়ে নিজের অবস্থা জানাতে গিয়ে কায়েস বলেন, ‘’দেখা হলেই মানুষ প্রশ্ন করেআপনি কেন নেই? এই প্রশ্নটাই বেশি করে। বা, আপনি কেন নেই, কবে ফিরবেন। ভালো লাগে! দুই বছর হল জাতীয় দলের বাইরে আছি। মানুষ এখনও মনে রেখেছে। হয়ত জাতীয় দলের জন্য কিছু করতে পেরেছি এজন্য মানুষ এখনও ভালোবাসে।‘’

জাতীয় দুলে জায়গা পাবার ক্ষেত্রে তরুণদের সুযোগ বেশি থাকলেও পারফর্ম করলে নির্বাচকদের নজরে আসা যাবে বলে মনে করেন এই ব্যাটসম্যান। তিনি যোগ করেন, ‘’চেষ্টা করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। আমিও জাতীয় দলকে মিস করি। জাতীয় দলে খেলে ভালোভাবে বিদায় নিতে চাই। পারফর্ম করলে সুযোগ অবশ্যই আসবে। তরুণদের সুযোগ বেশি থাকে। আমরা যারা অনেকদিন ধরে খেলছি তাদের চ্যালেঞ্জ বেশি। জাতীয় দলে খেলার লক্ষ্য তো সবসময়ই থাকে। কিন্তু ভালো খেলতে হবে। কোথায় খেলছি না খেলছি এটা পরের ব্যাপার।‘’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button