বাংলাদেশ ক্রিকেট

দুই বছরের মধ্যে টেস্ট দল পাল্টে ফেলার ঘোষণা নান্নুর

টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব থেকে মাশরাফি টেস্ট ছেড়েছেন বহু আগেই। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে গিয়েছেন অবসরে। অন্যদিকে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে তামিম ইকবালের ইনজুরি। সেই সাথে সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটে অনিয়মিত থাকা যেন ছন্নছাড়া এক দলে পরিণত করেছে বাংলাদেশ টেস্ট দলকে।

দলে একমাত্র সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম থাকলেও একা দলের হাল টেনে নেয়া যে বড্ড কষ্টের সেটার চিত্রও এখন স্পষ্ট টাইগারদের টেস্ট দলে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবার পর সফলতা ছিল একমাত্র জিম্বাবুয়ে সিরিজে। এরপর ভরাডুবি দেখতে হয়েছে পাকিস্তান সিরিজে। তার আগে শ্রীলঙ্কা সফরেও আশানুরূপ ফল নিয়ে আসতে পারেনি বর্তমান টেস্ট দলটি।

একাদশে ঘাটতির জায়গা সবচেয়ে বেশি টপ অর্ডারে। বিশেষ করে ওপেনিং পজিশনে সাদমান ইসলাম ও সাইফ হাসান যেন হয়ে পড়েছেন কিছুটা অনিয়মিত পারফর্মার হিসেবেই। নতুন ওপেনার হিসেবে নাইম শেখকে পাকিস্তান সিরিজের স্কোয়াডে রাখা হলেও তাকে খেলানো হয়নি। দ্বিতীয় টেস্টে মাহমুদুল হাসান জয়ের অভিষেক হলেও ব্যাট হাতে তিনি দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ

দলের এমন হতশ্রী অবস্থা নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড় তখন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন আগামী দুই বছরের মধ্যেই বাংলাদেশ টেস্ট দলের চেহারা পাল্টে ফেলার।

আজ (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে নান্নু জানান বিশ্বকাপের পর থেকে অধারাবাহিক পারফরম্যান্সের কারনে হতাশ হয়েছেন ক্রিকেটাররাও। তিনি বলেন, ‘’বিশ্বকাপের পর থেকেই আমাদের পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। এ ধরনের হতাশাজনক পারফরম্যান্সের ক্রিকেটাররাও হতাশ। কিছুদিন আগেই এই দলটা কিন্তু আমাদের ভালো কিছু উপহার দিয়েছে।‘’

“টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা বেশকিছু সিরিজ জয়লাভ করেছে। আমাদের দল টা কিন্তু অনেক ভালো দল। ক্রিকেটে ভালো খারাপ দুটিই থাকে। কিন্তু ধারাবাহিকভাবে এভাবে হারছি এটা অনেক হতাশার। তবে আমি আশা করছি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে।‘’

ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের নিয়ে আগামী দুই বছরের মধ্যে একটি ভালো টেস্ট দল করতে পারবেন এমন আশা প্রকাশ করে নান্নু আরও বলেন, ‘’ইনজুরি কখন কার হবে এটা তো আপনি বলতে পারবেন না। তবে এটাও ঠিক রিয়াদ হঠাৎ করে অবসর নিয়ে নিয়েছে। তারপরও আপনাকে সামনের দিকে এগোতে হবে। আমাদের এইসপি-তে প্রোগ্রাম চলছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট চলছে। সবকিছু ভেবে আমাদের সেরা পারফর্মারদের জায়গা করে দিতে হবে। তবে আমি আশা করি এখন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে যে প্ল্যান করা হয়েছে এটা নিয়ে আগামী দুই বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে একটা ভালো দল হয়ে উঠতে পারব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button