বাংলাদেশ ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে ৩২০ রানের মধ্যে আটকাতে নতুন ছক ডমিঙ্গোর

প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ দল। প্রথম সেশনে কোনো উইকেটের দেখা না পাওয়া টাইগাররা অবশ্য পরের দুই সেশনে তুলে নিয়েছেন মোট ৪ উইকেট। প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডেও জমা পড়েছে ২৩৩ রান।

টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গোর চেনা উইকেট ডারবানে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করেই। তবে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে কিছুটা এগিয়ে থাকলেও তাদেরকে দ্বিতীয় দিনে এসে অল্প রানেই আটকে রাখতে চান হেড কোচ।

তার মতে ডারবানের এই উইকেটে ব্যাট করা কিছুটা কষ্টসাধ্য হতে পারে ব্যাটারদের জন্য। তার চাওয়া প্রোটিয়াদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে পারলে বাংলাদেশ দলের ব্যাটারদের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাবে।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘’শেষ সেশনে আমরা ভালো করেছি, ওদের চেপে ধরেছি। নতুন বলে যদি দুই-একটি উইকেট তুলে নিতে পারতাম, দারুণ হত। আমাদের কাল স্বাভাবিক খেলা চালিয়ে যেতে হবে। সকাল থেকে ধারাবাহিক থাকতে হবে।‘’

ডারবানের এই উইকেটে হাই স্কোরিং ম্যাচ হবার সম্ভাবনা নেই বলেও জানান ডমিঙ্গো। তাদের আটকে রাখার পরিকল্পনার কথা জানিয়ে ডমিঙ্গো আরও বলেন, ‘’পরিসংখ্যান বলছে, প্রথম দিনে এখানে ৫ উইকেটে ২৪০ রান হয়। এটা তাই হাই স্কোরিং মাঠ নয়। আমরা যদি তাদের ৩০০ বা ৩২০ রানের মধ্যে রুখে দিতে পারি, তাহলে আমরা লড়াইয়ে থাকব।‘’

ম্যাচের প্রথম দিনে বোলিং পরিকল্পনা শতভাগ সফল না হলেও সময় গড়ানোর সাথে সাথে স্পিনাররা বেশি সুবিধা পাবে বলে মনে করছেন টাইগারদের হেড কোচ। এই উইকেটকে টেস্টের উপযোগী আখ্যা দিয়ে ডমিঙ্গো যোগ করেন, ‘’উইকেট টেস্টের জন্য ভালো। ম্যাচ যত এগোবে উইকেটে তত স্পিন ধরবে। পুরনো বলে রান করা কঠিন হবে। তাই ভালো শট হয়ে উঠবে মূল্যবান।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button