বাংলাদেশ ক্রিকেট

টেইলরকে যে কারনে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের মধ্য দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর। সিরিজের দ্বিতীয় টেস্টে টেইলর মাঠে নামার সময় তার বিদায়ী ম্যাচ হিসেবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলে তাকে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সাধারণত কোনো ক্রিকেটার আগেভাগেই ঘোষণা দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামলে তাকে সতীর্থরা গার্ড অব অনার দিয়ে থাকে। তবে প্রতিপক্ষ দলের পক্ষ থেকে গার্ড অব অনার পাওয়া যেন বিরল এক ঘটনার জন্ম দিয়েছে।

স্বভাবতই প্রশ্ন আসে প্রতিপক্ষ দলের ক্রিকেটারকে গার্ড অব অনার দেয়ার পেছনের কারণ কি হতে পারে? সেই প্রশ্নের জবাবটা জানিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। নিউজিল্যান্ডের কিংবদন্তি এই ক্রিকেটারকে গার্ড অব অনার দেয়ার কারণ জানিয়ে মুমিনুল হক বলেন, ”আমরা জানতাম, শেষ দুই দিন বৃষ্টি হবে এবং এটাই টেলরের শেষ টেস্ট। তাই আমরা তার ক্যারিয়ারের প্রতি সম্মান দেখানোর জন্য প্রথম ইনিংসে গার্ড অব অনার দেওয়ার সিদ্ধান্ত নিই। নিউজিল্যান্ড ক্রিকেটের একজন কিংবদন্তিকে এভাবে সম্মান জানাতে পেরে দলের সবাই খুশি।”

৩৭ বছর বয়সী রস টেইলর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর আগে গড়েছেন বর্ণিল ক্যারিয়ার। ব্যাট হাতে লম্বা সময় দলকে সার্ভিস দেয়া টেইলরের খেলা ছোটবেলা থেকেই দেখতেন বলে মন্তব্য করেন টাইগার অধিনায়ক।

রস টেইলরের ব্যাটিং শুধু ভক্তরাই নয় মুমিনুল নিজেও মিস করবেন বলে জানিয়েছেন। টেইলরের ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে মুমিনুল আরও বলেন, ”আমি যখন বড় হয়ে উঠেছি, তখন থেকেই তার খেলা দেখি। তিনি নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলছে। আমার মনে হয়, তিনি নিউজিল্যান্ডের একজন কিংবদন্তি। তিনি ছিলেন নিউজিল্যান্ডের জন্য অসাধারণ এক খেলোয়াড়। যেখানে থেকে ক্যারিয়ার শেষ হলো, এটা ছিল দুর্দান্ত। আমার মনে হয়, তাকে আমরা সবাই মিস করব, বিশেষ করে নিউজিল্যান্ড ক্রিকেট। ধন্যবাদ, ধন্যবাদ রস, সুন্দর ক্যারিয়ারের জন্য। জীবনের বাকি সময়ের জন্য শুভ কামনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button