বাংলাদেশ ক্রিকেট

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ‘ভুল’ ধরিয়ে দিলেন মুস্তাফিজ

টেস্ট সিরিজে ভরাডুবির পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাও যেন খুব একটা যুতসই হচ্ছে না বাংলাদেশ দলের জন্য। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানরা রানপাহাড় গড়লে টাইগাররা ম্যাচ হেরে খালি হাতেই মাঠ ছাড়ে।

ওয়ানডে সংস্করণের সাথে টি-টোয়েন্টির স্পষ্ট পার্থক্য থাকলেও সংক্ষিপ্ত এই ফরম্যাটে কিছুতেই যেন নিজেদের উন্নতির গ্রাফটা উপরের দিকে নিয়ে যেতে পারছে না টাইগাররা। পাওয়ার হিটিং কিংবা গেম চেঞ্জার ক্রিকেটার দলে না থাকার আক্ষেপটাও স্পষ্ট। তবে সবকিছু ছাপিয়ে এর বাইরেও যেন অদৃশ্য কোনো এক সমস্যায় জর্জরিত বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান অনেকটা সোজাসাপ্টাভাবেই জানিয়ে দিলেন ক্রিকেটারদের মানসিকতার ঘাটতির কথা।

মুস্তাফিজের মতে কোনো ব্যাটার প্রথম দিকে বেশ কয়েকটি বলে রান আনতে না পারলেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা বেশ জরুরি। একইভাবে বোলারদের ক্ষেত্রেও শুরু দিকে রান বিলালেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারলে তবেই ম্যাচের মোড় ঘুরে যায়। ঠিক এই ব্যাপারটারই অভাব রয়েছে বাংলাদেশ দলে এমনটা মনে করছেন কাটার মাস্টার।

মুস্তাফিজের ভাষ্য, ‘’আমাদের মূল সমস্যা মানসিকতায়। অন্য দলের ব্যাটসম্যানরা দেখবেন ৭–৮টা বলে রান না পেলেও আবার ঠিকই ফিরে আসে, আক্রমণ করে। বোলারদের কথা যদি বলেন, দু–একটা বল খারাপ করেও অন্য দেশের বোলাররা দ্রুত ফিরে আসে। আমার মনে হয় আমরা এই জায়গাতে পিছিয়ে। আমরা দ্রুত ভেঙে পড়ি এবং দ্রুত খারাপ অবস্থা থেকে ফিরতে পারি না।’’

নিজ দেশের হয়ে খেলা ছাড়াও মুস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জনপ্রিয় মুখ। বিশেষ করে আইপিএলের মত টুর্নামেন্টে মুস্তাফিজের খেলার অভিজ্ঞতাটাও রয়েছে। ফলে নিজের সেই অভিজ্ঞতা দলের সাথে শেয়ার করতেও ভুলেন না তিনি। মুস্তাফিজ যোগ করেন, ‘’যখন যাকে দরকার হয় আমি বলি কী করা উচিত বা কী উচিত নয়। আমি যতটুকু বুঝি ওদেরও তা বোঝাই।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button