বাংলাদেশ ক্রিকেট

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্টে নজর বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার পালা দুই ম্যাচ টেস্ট সিরিজে তাদেরকে মোকাবেলা করা। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে জয়ের পর টেস্ট সিরিজেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে মুখিয়ে আছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। যেখানে জ্বালানি হিসেবে রয়েছে সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট ম্যাচ জয়ের স্মৃতি। সেই সাথে প্রোটিয়াদের মাটিতেই ওয়ানডে সিরিজ জয়ের মত দগদগে পারফরম্যান্স।

নিজেদের মাটিতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার ঘাটতি রয়েছে একাধিক ক্রিকেটারের আইপিএলে চলে যাওয়ায়। এই সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচে টাইগারদের অবস্থান যে শক্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক মুমিনুল হক অবশ্য ম্যাচের ফলাফলের দিকে না তাকিয়ে ম্যাচের পাঁচ দিন কিভাবে প্রভাব বিস্তার করে খেলা যায় সেদিকেই নজর দিতে চান।

টাইগারদের টেস্ট অধিনায়ক বলেন, ‘’জয়ের ব্যাপারে তো আত্মবিশ্বাসী করবেই। অধিনায়ক হিসেবে সবসময় জয় চাই। আগে যা হয়েছে এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। প্রথম ম্যাচ থেকেই আমি অনেক ফোকাসড। পাঁচ দিন কীভাবে অনেক ডমিনেট করে খেলতে পারি এই চিন্তা করছি।‘’

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা হেরেছিল। তবে তৃতীয় ম্যাচে গিয়ে আবারও ঘুরে দাঁড়িয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ দল। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকাকে কোনো সিরিজ হারানোর রেকর্ডও হয়েছে এবারই।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করছেন ওয়ানডে ফরম্যাটের সিরিজ জয়ে জ্বালানি হিসেবে কাজ করবে টেস্ট সিরিজেও। ফরম্যাট ভিন্ন হলেও আত্মবিশ্বাসটাকেই বড় করে দেখছেন তিনি। মুমিনুলের ভাষ্য, ‘’ওয়ানডের পারফরম্যান্স অবশ্যই টেস্ট দলকে আত্মবিশ্বাস দিবে। কেউ এক ফরম্যাটে ভালো করে অন্য ফরম্যাটে গেলে সেখানে তা দলের জন্য আত্মবিশ্বাস হিসেবে কাজে দেয়। যদিও ফরম্যাট ভিন্ন, কন্ডিশনও একটু অন্যরকম হতে পারে। দিনশেষে এই আত্মবিশ্বাস আর প্রেরণাগুলো কাজে লাগে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button