বাংলাদেশ ক্রিকেট

এনসিএলের দলগুলোর স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ বা ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) মধ্য দিয়ে। প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে এনসিএল। টুর্নামেন্ট শুরু দিনক্ষণ ও প্রাইজমানি চূড়ান্ত করা হয়েছে ইতোমধ্যেই।

ঘরোয়া পর্যায়ের সবচেয়ে বড় ও মর্যাদার হলো এই প্রথম শ্রেণির ক্রিকেটের আসর। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের ২৪তম জাতীয় ক্রিকেট লিগ। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত হবে। পরে প্রথম ম্যাচে অংশ নেবে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ।

টুর্নামেন্ট মোট দল ৮ টি: ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও রংপুর বিভাগ।

একনজরে সবগুলো দলের স্কোয়াড :

ঢাকা বিভাগ: রনি তালুকদার, আব্দুল মজিদ, মাহিদুল ইসলাম অংকন, তাইবুর রহমান (অধিনায়ক), শুভাগত হোম, নাদিফ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ রিপন মন্ডল, সালাউদ্দীন শাকিল, সুমন খান, রকিবুল হাসান, শাহবাজ চৌহান, আরাফাত সানি জুনিয়র ও হোসেন আলী।

ঢাকা মেট্রো: নাইম শেখ (অধিনায়ক), শামসুর রহমান শুভ, আইচ মোল্লা, মাহফিজুল ইসলাম রবিন, জাহিদুজ্জামান খান, আবু হায়দার রনি, মানিক খান, গালিব, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মার্শাল আইয়ুব, এমডি শরীফুল্লাহ, কাজী অনিক ও মিনহাজুল সাব্বির।

বরিশাল বিভাগ: মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বি মাহমুদ (অধিনায়ক), সালমান হোসেন ইমন, শামসুল ইসলাম অনিক, কামরুল ইসলাম রাব্বি, রুয়েল মিয়া, লিঙ্কন কুমার দে, মোহাম্মদ শাহিন আলম, সোহাগ গাজী, তানভীর ইসলাম, আবু সায়েম চৌধুরী, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নুরুজ্জামান ও মইন খান।

খুলনা বিভাগ: ইমরুল কায়েস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, নওরোজ ইমরোজ নাবিল, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, রায়হান উদ্দিন, টিপু সুলতান, আশিকুজ্জামান, আল আমিন হোসেন, সালমান হোসেন, আব্দুল হালিম, ইমরানুজ্জামান, অমিত মজুমদার ও রবিউল ইসলাম রবি।

রাজশাহী বিভাগ: জহুরুল ইসলাম, তানজিদ হাসান তামিম, জুনায়েদ সিদ্দিক, তাওহিদ হৃদয়, ফরহাদ হোসেন (অধিনায়ক), প্রীতম কুমার, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহরব হোসেন, আসাদুজ্জামান পায়েল, নাহিদ রানা, শফিকুল ইসলাম ও শাখীর হোসেন।

রংপুর বিভাগ: জাহিদ জাবেদ, মাইশুকুর রহমান, আকবর আলী (অধিনায়ক), নাঈম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, রবিউল হক, মোহাম্মদ মুসফিক হাসান, আলাউদ্দিন বাবু, রিশাদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, আবু হাসিম, তানবীর হায়দার খান ও মাহমুদুল হাসান লিমন।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন, মিজানুর রহমান সায়েম, অমিত হাসান, এমডি জাকির হাসান (অধিনায়ক), আসাদুল্লাহ গালিব, তৌফিক খান তুষার, আবু বক্কর, শাহানুর রহমান, রাহাতুল ফেরদৌস জাভেদ, আবু জায়েদ রাহি, তাজিম হাসান সাকিব, মহিউদ্দিন তারেক, নাঈম আহমেদ ও নাবিল সামাদ।

চট্টগ্রাম বিভাগ: তামিম ইকবাল, সাব্বির হোসেন, পিনাক ঘোষ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর (অধিনায়ক), সৈকত আলী, ইফতেখার সাজ্জাদ রনি, মেহেদী হাসান রানা, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদী হাসান, আহমদ শরীফ, শামীম হোসেন, হাসান মুরাদ ও জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button