বাংলাদেশ ক্রিকেট

এই মুহূর্তে টি-টোয়েন্টিই সবচেয়ে বেশি কঠিন: মাহমুদউল্লাহ

সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছে বাংলাদেশ দল তা যেন অনেকটা জলের মতই পরিস্কার। পুরনো হিসেবের খাতা একপাশে রেখে চলতি বছরের হিসেব কষলে সেই চিত্রটা যেন আরও করুণ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মধ্যে দিয়ে র‍্যাংকিংয়েও ছয় নম্বরে চলে গিয়েছিলে টাইগাররা। যদিও ঘরের মাঠে দুই শক্তিশালী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স কিংবা পিচ দুটোই ছিল প্রশ্নবিদ্ধ।

সেই প্রশ্নবিদ্ধ অবস্থা কেন ছিল তা আরও স্পষ্ট হয় বিশ্বকাপে টাইগারদের হতশ্রী পারফরম্যান্সে। সুপার টুয়েলভ পর্বের সব ম্যাচ হারা কিংবা প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হারও বড় মঞ্চে আবারও খালি হাতেই ফিরতে হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া।

দলের এমন পারফরম্যান্সের পর অভিজ্ঞ রিয়াদ মনে করেন সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও সেরা ছন্দ খুঁজে পায়নি দল। এই ফরম্যাটে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে গোটা দলকে এমন সরল স্বীকারোক্তিও টাইগার অধিনায়কের।

শুক্রবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে রিয়াদ বলেন, ‘’টিটোয়েন্টিতে এখনও আমরা ছন্দ খুঁজে পাইনি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে টিটোয়েন্টিই সবচেয়ে কঠিন। আস্কিং রেট হাই থাকে, চাপ থাকে অনেক, প্রত্যাশাও থাকে। চাপ সবসময় থাকবেই। এটা মানিয়ে নিতে হবে। দিনশেষে অনেক সময় প্রত্যাশা পূরণ করতে পারি না। ফলাফল পারফরম্যান্স ভালো করলে আস্থা বাড়বে।‘’

দলের পারফরম্যান্সে ঘাটতি থাকলেও সেখান থেকে ইতিবাচক দিক খুঁজে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় রিয়াদের। তিনি যোগ করেন, ‘’আমি সবসময় ইতিবাচক দিক নিয়ে চিন্তা করতে পছন্দ করি। বিশ্বকাপ পাকিস্তান সিরিজে আমরা হয়ত ভালো ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু পুরো বছরটা যদি দেখেন, আমরা ভালো খেলেছি। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। ইতিবাচক দিক আছে। এখন হয়ত খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। তবে দলের ওপর আমি সবসময় বিশ্বাস করি এবং দলের সাথেই আছি। আগেও আমরা এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি, এবারও পারব ইনশাআল্লাহ্।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button