বাংলাদেশ ক্রিকেট

আম্পায়ারদের কাছে সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে বিস্তর অভিযোগ রয়েছে আম্পায়ারিং নিয়ে। স্বাগতিকদের পক্ষে আম্পায়ারদের নমনীয় আচরণ ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে বিরুদ্ধ আচরণে রোষানলে পড়তে হয়েছে দুই আম্পায়ার ইরাসমাস ও হোল্ডকাস্টকে।

প্রথম টেস্টে আম্পায়ারদের একের পর এক ভুল সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সামনে ২৭৪ রানের যে লক্ষ্য দাড়িয়েছিল তা ছোট হতে পারত স্বাভাবিকভাবেই। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের পক্ষে সিদ্ধনাত যাওয়ায় শেষ পর্যন্ত তা হয়নি। শুধু তাই নয়, মাঠে টাইগার ক্রিকেট্রাদের ঘিরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বাজে মন্তব্যের দিকেও কর্ণপাত করেনি আম্পায়াররা।

মাঠে থাকা আম্পায়ারদের এমন সিদ্ধান্তের পর তোপ দেগেছেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ম্যাচে না থাকলেও দূর থেকেই প্রতিবাদ জানিয়েছেন সাকিব। টুইটারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাকিব আল হাসান টুইট বার্তায় লিখেছিলেন, ‘’আমার মনে হয় আইসিসির এখন নিরপেক্ষ আম্পায়ার নিযুক্তের দিকে ফিরে যাওয়া উচিৎ, যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় সবগুলোতেই করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক।‘’

সাকিবের এমন মন্তব্য অবশ্য ভালোভাবে গ্রহণ করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কলামিস্ট টেলফোর্ড ভাইস। সাকিবের এমন মন্তব্যের জন্য আম্পায়ারদের কাছে তার ক্ষমা চাওয়া উচিৎ বল মনে করছেন এই প্রোটিয়া কলামিস্ট। ক্রিকবাজে লেখা এক কলামে টেলফোর্ড যুক্তি দিয়ে  জানান আম্পায়ারদের চারটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেলেও চারটি সিদ্ধান্ত বাংলাদেশ দলের পক্ষে গিয়েছে। তাই সাকিবের ক্ষমা চাওয়া উচিৎ।

টেলফোর্ড ওই কলামে লিখেছেন, ‘’ম্যাচে চারটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে এবং চারটি পক্ষে গেছে। এটা সাকিব আল হাসানের ভালোভাবে জানা উচিত। এক্ষেত্রে ইরাসমাস এবং হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত।‘’

এতেই ক্ষান্ত থাকেননি টেলফোর্ড। আম্পারদের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও সফলতা সম্পর্কেও নানা আলোচনা করে তাদের পক্ষে হাল ধরেন টেলফোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button