বাংলাদেশ ক্রিকেট

‘আমাদের টিমের পরিবেশটা খুবই ভালো’

আগামী ১৬ই অক্টোবর শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার মতন প্রায় একই কন্ডিশন নিউজিল্যান্ডে পাকিস্তান-নিউজিল্যান্ডের সাথে ত্রি-দেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

গতকাল ট্রফি ও সিরিজের নাম উন্মোচনে সাকিব না থাকলেও ছিলেন দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহাম। সোহান জানান দলের ভেতরের পরিবেশ বেশ ভালো। ফলাফল নিয়ে চিন্তা না করে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দল যাচ্ছে সেদিকে মন দেওয়ার কথা বলা হয়েছে দলের সবাইকে।

সোহান বলেন, “যদি সত্যি কথা বলি যে আমাদের টিমের পরিবেশটা খুবই ভালো। সবার কাছে এই বার্তাটা দেওয়া হচ্ছে যে আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। ফলাফল কী হবে তা আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না।”

ব্যাক্তিগত পারফরম্যন্সের চাইতে দলের অর্জনকে বড় করে দেখতে বলা হয়েছে সবাইকে। সোহান বলেন, “আমার কাছে মনে হয়, ব্যাক্তিগত কিছু থেকে টিম পারফরম্যান্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন।”

তিনি আরো বলেন, “আমি প্রক্রিয়া নিয়া চিন্তা করছি, ফলাফল নিয়ে চিন্তা করছি না। ফলাফল আমাদের হাতে থাকবে না। প্রক্রিয়াটা এবং পরিশ্রম ও সততার দিক দিয়ে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।”

এছাড়া দলের প্রত্যেকের ভেতর সাহায্য করার মানসিকতা রয়েছে জানিয়ে সোহান বলেন, “আশা করবো যাতে ভালো ফলাফল হয়। আরেকটা জিনিস- একজনের আরেকজনকে সাহায্য করা- এটা অনেক বেশি হচ্ছে। সবাই চাচ্ছে নিজের কাজ করার সাথেসাথে আরেকজনকে যেন সাহায্য করতে পারে- এটা টিম বন্ডিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”

কিউইদের দেশে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে এখন ভীষণ ঠাণ্ডা আবহওয়া। সোহান জানিয়েছেন বৃষ্টি আর বরফ পড়ার ফাঁকে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে এ ত্রিদেশীয় সিরিজ প্রস্তুতিতে সহায়তা করবে এমনটাও আশা করছেন দলের সহ-অধিনায়ক সোহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button