বাংলাদেশ ক্রিকেট

আক্রমণাত্মক ব্যাটিং করার ‘লাইসেন্স’ পেয়েছেন বিজয়-মুনিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। দুই দলের এই লড়াই শুরু হবার আগে বাংলাদেশ দলের পরিকল্পনায় এসেছে কিছুটা ভিন্নতা। বিশেষ করে ওপেনিং পজিশনে এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ারের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই।

ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইঙ্গিত দিয়েছিলেন মুনিম ও এনামুল হক বিজয়কে একাদশে রাখার। তবে এই দুই ব্যাটারকে এবার দেয়া হয়েছে আক্রমণাত্মক ক্রিকেট খেলার লাইসেন্স। বিসিবি নির্বাচক হাবিবুল বাশার এমনটাই জানিয়েছেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন মুনিম ও বিজয়ের প্রতি আস্থার কথা। তিনি বলেন, ‘’মুনিম শাহরিয়ার তো শুরু করেছে, এনামুল হক বিজয় গিয়েছে। খুব সম্ভবত মুনিম শাহিরয়ার ওপেন করবে, সঙ্গে হয়তো আমি যতটুকু মনে করছি এনামুল হয়তো শুরু করবে। নতুন ওপেনিং জুটি, কিন্তু দুজনই কিন্তু খুব এক্সাইটিং ক্রিকেট খেলে থাকে। দেখুন আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটটা একটু ভিন্ন খেলতে চাচ্ছি এবার। অবশ্যই, যেটা ম্যানেজমেন্টেরও চাওয়া।‘’

ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পাওয়ার প্লের দিকে জোর দেয়ার কথা জানিয়ে হাবিবুল বাশার যোগ করেন, ‘’আমরা যে গত টি-টোয়েন্টি সিরিজগুলো খেলেছিলাম, পাওয়ার প্লেটা সেভাবে ভালো ব্যবহার করতে পারিনি। আশা করছি যে আমাদের নতুন যে দুজন ওপেনার আছে তারা প্রথম ৬ ওভার ভালো ব্যবহার করতে পারবে। সেই উদ্দ্যেশ্য নিয়েই কিন্তু এই দুজনকে দলে নেয়া হয়েছে।‘’

আক্রমণাত্মক ক্রিকেট খেলার অনুমতি দেয়া হয়েছে জানিয়ে বাশার যোগ করেন, ‘’অবশ্যই, তাদের ওপর আমরা চাপ দিচ্ছি না। কিন্তু আমরা চাইবো তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে, যেটা পাওয়ার প্লেতে দেখতে চাই আমরা। সেটা করতে তারা যদি ব্যর্থ হয় আমরা কিছু মনে করবো না। তাদের সেই লাইসেন্সটা দিয়েই দলে নেয়া হয়েছে। তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে এবং প্রথম ৬ ওভার যেন ব্যবহার করে। সেটা করতে যদি ব্যর্থ হয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চাই ঐ ইন্টেট, সেরকম ক্রিকেকটা যেন তারা খেলে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button