বাংলাদেশ ক্রিকেট

আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পেলেন মুস্তাফিজ, নেই কোনো ভারতীয়

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা মিলেছে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের। ২০২১ সালের সেরা টি-টোয়েন্টি একাদশে একমাত্র বাংলাদেশী হিসেবে জায়গা মিলেছে মুস্তাফিজের।

২০২১ সালে বল হাতে অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছিলেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার বোলিংয়ের উপর ভর করেই একাধিক ম্যাচ জিতে টাইগাররা। ক্রিকেট বিশ্বের এই দুই পরাশক্তির বিপক্ষে সিরিজ জয়েও তার অবদান ছিল বেশ। সেই সাথে বিশ্বকাপের বড় মঞ্চেও উইকেটের দেখা পেয়েছেন কাটার মাস্টার।

আইসিসির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় বল হাতে ২০২১ সালে মুস্তাফিজ টি-টোয়েন্টি ক্রিকেটে শাসন করেছেন। সেই সাথে মুস্তাফিজের গতি ও বোলিং বৈচিত্রেরও প্রশংসা করা হয় আইসিসির ওই প্রতিবেদনে।

২০২১ সালের সেরা একাদশ ঘোষণা করে প্রতিবেদনে মুস্তাফিজ সম্পর্কে আইসিসি বলে, ‘’বাংলাদেশের বাঁহাতি পেসার ২০২১ সালে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটকে শাসন করেছেন, তার বুদ্ধিমান বৈচিত্র্য ও গতির ভিন্নতা দিয়ে। শুরুর ওভারের পাশাপাশি ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ২৮ উইকেট শিকার করেছেন ২০ ম্যাচে, যেখানে গড় ১৭.৩৯। ব্যাটারদের সামনে কঠিন হয়ে উঠেছিলেন, যার প্রমাণ তার ৭.০০ ইকোনোমি রেট।‘’

এই একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। দুইই দলেরই তিনজন করে ক্রিকেটারকে জায়গা দেয়া হয়েছে বর্ষসেরা একাদশে। পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকে করা হয়েছে বর্ষসেরা একাদশের অধিনায়ক। তার সাথে ওপেনিং পার্টনার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে। এছাড়া দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম, তাবরাইজ শামসি ও ডেভিড মিলারকে রাখা হয়েছে এই একাদশে। তবে ভারতের কোনো ক্রিকেটারকে আইসিসি তাদের বর্ষসেরা একাদশে জায়গা দেয়নি।

এক নজরে দেখে নেয়া যাক আইসিসির ঘোষিত ২০২১ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ

জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), অ্যাইডেন মারক্রাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button