বাংলাদেশ ক্রিকেট

অবসরের ঘোষণা দিয়ে সমালোচনার ইতি টানলেন মুশফিক

সাম্প্রতিক সময়ে কত কত সমালোচনা চারপাশ থেকে ঘিরে ধরেছিল মুশফিকুর রহিমকে। বিশেষ করে এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি টেনে নেওয়া ও ব্যর্থ হওয়া যার মূল কারণ। অবশেষে মুশফিক নিজেই সব কিছুর অবসান ঘটালেন, ঘোষণা দিলেন আর নয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

আজ (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে মুশফিকুর রহিম দেন অবসরের ঘোষণা।

বার্তায় লিখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।’

‘টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র‍্যাঞ্জাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০২ ম্যাচে অংশ নেন মুশফিক। ১৯.৪৮ গড়ে তার রান ঠিক ১৫০০, যেখানে স্ট্রাইক রেট ১১৫.০৩। তবে পুরো ক্যারিয়ারে নামের পাশে মাত্র ৬ টি ফিফটি মিস্টার ডিপেন্ডেবলের।

২০০৬ সালের খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেন মুশফিকও। সেই থেকে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পর্যন্ত নিজেকে টেনে নেন এই উইকেট রক্ষক ব্যাটার।

কিন্তু টি-টোয়েন্টিতে কখনোই ধারাবাহিক ছিলেন না, বছর কয়েক আগে থেকেই কোচদের চোখে টি-টোয়েন্টির জন্য আদর্শ নন এই ব্যাটার। সাবেক কোচ চন্ডিকা হাথুরেসিং অনেকটা প্রকাশ্যেই বাদ দিতে চেয়েছেন মুশফিককে, তখন সেটি বাস্তবায়ন সম্ভব না হলেও বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোরও একই ভাবনা ছিল।

নির্বাচকরা তাকে বিশ্রামের আদলে গত বিশ্বকাপের পর বাদও দেয়। কিন্তু পুরোপুরি ছেঁটে ফেলা সম্ভব হয়নি। এ নিয়ে তারাও কম সমালোচিত হননি।

এশিয়া কাপে দুই ম্যাচে মুশফিকের ব্যাটে মাত্র ৫ রান। সর্বশেষ ১০ ম্যাচে ৭ ইনিংসে এক অঙ্কেই আটকে যায় মুশফিক। ব্যাট হাতে বাজে সময় কাটানো এই উইকেট রক্ষক গ্লাভস হাতে ফিরেও ক্যাচ মিস করেছেন গুরুত্বপূর্ণ সময়।

সব মিলিয়ে নিজের উপর সমালোচনার যে ঝড় বইছে তা অবসরের ঘোষণা দিয়ে নিজেই মেটালেন মুশফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button