বাংলাদেশ ক্রিকেট

অবশেষে বড় সুখবর পেলো বাংলাদেশ দল

অবশেষে কোয়ারেন্টাইন জটিলতা থেকে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে তানা কোয়ারেন্টাইনে বিপর্যস্ত টাইগারদের জন্য সুসংবাদ মিলেছে।

টানা ক্রিকেটের মধ্যে থাকায় বাংলাদেশ দলকে বায়ো বাবলের মধ্যেই কাটাতে হচ্ছে লম্বা সময়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া এই বায়ো বাবল বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজের জন্য হয়েছিল নতুন করে। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে একই অবস্থায় চলে যেতে হয়েছে নিউজিল্যান্ডে।

দেশটির কঠোর করোনা নীতির কারনে প্রথমে বাংলাদেশ দল ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর অনুশীলন করার অনুমতি মিললেও নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রণালয় নতুন করে আরও তিনদিনের কোয়ারেন্টাইনে পাঠায় দলকে। সেই সাথে শেষ দফা কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে তবেই মাঠে নামার অনুমতি পাবে দল এমনটা জানানো হয়।

নিউজিল্যান্ডের মাটিতে লম্বা সময় কোয়ারেন্টাইন শেষে মিলেছে স্বস্তির খবর। অনুশীলনে নামার আগে সর্বশেষ কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে দলের সকলের। ফলে টিম হোটেলে উঠে মঙ্গলবার থেকেই অনুশীলনে নামতে যাচ্ছে টাইগাররা।

নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার কথা। তিনি বলেন, ‘’গতকাল এখানে আমাদের করোনার শেষ পরীক্ষা ছিল এখানে। আজ সকালে রিপোর্ট এসেছে যে আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা এখান থেকে বের হতে পারব। অনুশীলনে যেতে পারব।‘’

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল মাঠে নামার কথা রয়েছে আগামী ১ জানুয়ারি। ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির শতভাগ শেষ করে নিতে প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে টাইগারদের। কোয়ারেন্টাইন জটিলতার নিরসন হওয়ায় প্রথম টেস্টের নিজেদের প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন সুজন।

ওই ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘’কাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন আছে লিঙ্কন ইউনিভার্সিটি মাঠে। যেখানে আমরা জিমের সুবিধাও পাব। অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। তারপর থেকে আমরা একদম স্বাভাবিক চলাফেরা করতে পারব। প্রথম টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button