ফিচারবাংলাদেশ ক্রিকেট

সাকিবকে টপকে টি-টুয়েন্টিতে নবী শীর্ষে

মাত্র কয়েক সপ্তাহ আগে আইসিসির প্রকাশিত টি-টুয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন সাকিব আল হাসান। তবে এই ক’দিনের ব্যাবধানেই শীর্ষ স্থান হারালেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক সাকিবকে টপকে আইসিসির টি-টুয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

বর্তমানে সাকিবের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছেন নবী। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে নবীর রেটিং পয়েন্ট ২৪৬, সাকিবের ২৪৩। তাদের চেয়ে অনেক পিছিয়ে তৃতীয় স্থানে থাকা ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, যার রেটিং ২১১। তবে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নেই কোন বাংলাদেশী।

ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। একধাপ করে এগিয়েছেন ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সূর্যকুমার দ্বিতীয় ও বাবর তৃতীয় স্থানে অবস্থান করছেন। চতূর্থ অবস্থানে আছেন প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম।

বোলারদের তালিকায় ৭৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন অজি পেসার জোশ হ্যাজলউড। দ্বিতীয় অবস্থানে আছেন প্রোটিয়া স্পিনার তারবাইজ শামসি। ৬৯৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। আরেক আফগান তারকা রশিদ খান আছেন বোলারদের মধ্যে চতূর্থ র‍্যাঙ্কিংয়ে।

টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থা ওতটা ভালো নাহলেও দলে পারফর্ম করে যাচ্ছেন সাকিব। বাংলাদেশি বাকি কোন ক্রিকেটার টি২০তে সেরা ১০ এ না থাকলেও সাকিব বিশ্বের বাঘা বাঘা টি২০ অলরাউন্ডারকে পিছে ফেলে দখল করেছেন প্রথম স্থান একাধিকবার। তবে দ্বিতীয় অবস্থানেও সাকিব এর আগেও থেকেছেন।

ক্যারিবিয় প্রিমিয়ার লিগেও নিজের অলরাউন্ডার পারফর্মেন্সে গায়ানাকে অসাধারন জয় দিয়ে প্লে-অফ নিশ্চিত করে সাকিব। পুরো দলের সহযোগিতা না থাকায় টি-টুয়েন্টি বিশ্বকাপের পুর্ববর্তী কোন আসরে দলকে সেফি-ফাইনালে নিতে পারেনি সাকিব। তবে বাংলাদেশের গর্ব হিসেবে তিনি সবসময় থাকেন শীর্ষ স্থানে এবং গর্বের জোয়ার আনে বাংলাদেশের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button