ক্রিকেট বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট

এবারের বিশ্বকাপে বাংলাদেশের যা কিছু অর্জন

বিশ্বকাপের সুপার-১২ এর ৫ ম্যাচের ৫ টিতেই পরাজয় বরন করে দেশে ফিরেছে টিম টাইগারস। অর্জন এর কথা বলতে গেলে হয়তো সেটা অসম্ভব। তবুও দলের বিপর্যয়ের মাঝেও এবারের বিশ্বকাপে বাংলাদেশের কিছু ক্রিকেটারের অর্জনগুলো তুলে ধরা যাক।

সর্বাধিক রানের’র কথা ভাবলে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের কথা মনে হলে ভাবার উপায় নেই যে সেরা ২০ এও হয়তো নেই বাংলাদেশের কোন ক্রিকেটার। তবে বাংলাদেশ’র মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে নাইম শেখ। এখন পর্যন্ত পুরো বিশ্বকাপের সর্বোচ্চ রান তালিকার দিকে তাকালে সর্বাধিক রানের সেরা ১৫ জন ক্রিকেটার এর মধ্যে নাইম শেখ এর অবস্থান ৭তম। নাইম শেখের মোট রান ৭ ম্যাচে ১৭৪ রান।

সর্বাধিক রানে বাংলাদেশীদের মধ্যে দ্বিতীয়তে অবস্থান করছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এইপর্যন্ত পুরো বিশ্বকাপের সেরা ১৫ জন সর্বাধিক রান করার মধ্যে রিয়াদ ৮ ম্যাচে ১৬৯ রান করে আছে ৮ম স্থানে। তারপর বাংলাদেশের মধ্যে ৩য় এবং পুরো বিশ্বকাপের সেরা ১৫জন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৪৪ রান নিয়ে ১১তম স্থানে আছে মুশফিকুর রহিম। তারপর সর্বোচ্চ ১৫ জন সর্বাধিক রানের তালিকায় সর্বশেষ বা ১৫তম স্থানে অবস্থা করছেন লিটন দাস।

তারপর ১ ইনিংসে সর্বোচ্চ রান করা, সেরা গড়ে ব্যাট করা বা সেরা স্ট্রাইক রেতে ব্যাট করা ক্রিকেটারদের তালিকায় নেই এবারের বিশ্বকাপে বাংলাদেশের কোন ক্রিকেটার।

এবারের বিশ্বকাপে সর্বাধিক অর্ধ-শতক হাকানো ১৫ ক্রিকেটারের মধ্যে ৩ বাংলাদেশী। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে প্রথম এবং এই বিশ্বকাপে পঞ্চম অবস্থানে ২ টি অর্ধ শতক হাকিয়ে অবস্থান করছেন নাইম শেখ। তারপর ১ টি অর্ধ-শতক করে রানের তলনায় এগিয়ে থাকায় ১০ম স্থানে আছেন অধিনায়ক রিয়াদ। তারপর ১ টি অর্ধ-শতক হাকিয়ে ১৩তম অবস্থানে আছেন মুশফিকুর রহিম

[আরও পড়ুন: সাকিব আল হাসানের ক্যারিয়ারের ৭টি সমালোচিত ঘটনা]

টি২০ ক্রিকেট চার-ছক্কার খেলা। আমাদের চোখে হয়তো ধরা পড়েনা বাংলাদেশি ক্রিকেটারও যে আছে সেরা ১৫ সর্বাধিক চার এবং সেরা ১৫ সর্বাধিক ছক্কা হাকানো ক্রিকেটার। ৭ ইনিংসে ১৫ টা চার হাকিয়ে সর্বাধিক চার হাকানো ক্রিকেটারদের তালিকায় এবারের বিশ্বকাপে ৮ম অবস্থানে আছেন একমাত্র বাংলাদেশি নাইম শেখ। এবারের বিশ্বকাপের সেরা ১৫ সর্বাধিক ছক্কা হাকানো ক্রিকেটাদের মধ্যে ৬ টি ছক্কা হাকিয়ে ১৩তম অবস্থানে একমাত্র বাংলাদেশি মাহমুদুল্লাহ রিয়াদ।

এবারের বিশ্বকাপের সর্বোচ্চ ১৫ উইকেট শিকারীদের তালিকাইয় স্বস্তি মিলবে। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে দ্বিতীতে আছেন সাকিব আল হাসান। বাকি ম্যাচ গুলোতে সুযোগ পেলে হয়তো আরো এগিয়ে যেতেন তিনি। তারপর ৮ ম্যাচে খেলে ৮ উইকেট পেয়ে মাহেদি আছেন ৭তম অবস্থানে। তারপর ৭ ম্যাচে ৮ উইক্রট পেয়ে ১২তম অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান।

সেরা বোলিংয়ের সেরা ১৫ তালিকায় আছেন বিশ্বকাপে বাংলাদেশের ২ জন বোলার আছেন। পাপুয়া গিনীর সাথে ১ ম্যাচে ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে ৪র্থ অবস্থানে আছেন সাকিব আল হাসান। স্বাগতিক ওমানে সাথে ৪ উইকেট তুলে নিয়ে ১২তম অবস্থানে আছেন মুস্তাফিজ।

সেরা বোলিং স্ট্রাইক মেইনটেইনে ১২.০০ গড়ে ১৩তম অবস্থানে আছেন সাকিব আল হাসান।

এইছিলো বাংলাদেশ’র কিছু অর্জন। অর্জনের দিক থেকে ব্যাটিং এ সেরা ক্রিকেটার নাইম শেখ এবং বোলিং এ সাকিব আল হাসান। বাংলাদেশ বিশ্বকাপ হারলেও তাদের পার্ফর্মেন্স নজর কেড়েছে ভক্তদের। এইছিলো সেরা ১৫ ক্রিকেটারদের র‍্যাঙ্ক। ফাইনাল পর্যন্ত হবে অনেক রতবদল। তবুও এই বিশ্বকাপের স্মরন হয়ে থাকবে এই সামান্য কিছু পার্ফর্মেন্স গুলো।

নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button