ক্রিকেট ফ্যাক্ট
জনপ্রিয়

গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় জয় পেলো অস্ট্রেলিয়া

চলমান বিশ্বকাপেরর শুরটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে হারার পর ক্রিকেট বিশ্লেষকরা মনে করছিলেন এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে পারে। তবে সপ্তাহ না পেরোতেই অজিরা প্রমাণ করেছে কেনো তারা পাঁচবাবের বিশ^চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর, পাকিস্তানি বোলারদের নিয়ে ছেলে খেলা করেছে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। সেই সঙ্গে পাকিস্তানকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে অজিরা।শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাক অধিনায়ক বাবর আজম। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে পাকিস্তানকে ৩৬৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৩০৫ রানেই গুটিয়ে যায় ১৯৯২ সালে চ্যাম্পিয়নরা। এতে ৫২ রানের জয় পায় মাইটি অস্ট্রেলিয়া। ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৮২ রান তোলে এই দুই ওপেনার। এদিন টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন ওয়ার্নার ও মার্শ। ৩১তম ওভারে চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে ৬৫ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন ওয়ার্নার এবং পরের বলে চার মেরে মার্শও শতক পূরণ করেন।তবে ১২১ রানে মার্শকে ফেরান শাহিন আফ্রিদি। পরের বলেই ক্যাচ আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ রান করে ফেরেন স্মিথও, কিন্তু অপর প্রান্তে ব্যাট চলাতে থাকেন ওয়ার্নার। ১৬৩ রানে ওয়ার্নারকে থামান হারিস রাউফ।শেষ দিকে জোস ইনগ্লিস (১৩), মার্কাস স্টোইনিস (২১), মার্নাস লাবুশেনে (৮), মিচেল স্টার্ক (২) এবং হ্যাডেলউড ০ রানে আউট হলেও ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া।বড় লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই পাক ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক। দুজনের ব্যাট থেকে আসে ১৩৪ রান। ৬১ বলে ৬৪ রানে সাজঘরে ফেরেন শফিক। ৭০ রানে আউট হন ইমাম-উল-হক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পাক অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ১৮ রান করে ফেরেন তিনি।সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর কওে জয়ের পথে এগোতে থাকে পাকিস্তান। তবে ৩০ রানে শাকিল আউট হলে পিচে এসেই ব্যাট চালাতে থাকেন ইফতেখার আহমেদ। এরপর টানা তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন অ্যাডাম জাম্পা। ইফতেখার (২৬), রিজওয়ান (৪৬), নাওয়াজ ১৪ রানে আউট হন এই লেগ স্পিনারের বলে। শেষ দিকে উসামা মীর ( ০), হাসান আলী (৮) ও শাহিন আফ্রিদি ১৪ রানে আউট হলে ২৭ বল হাতে থাকতেই ৩০৫ রানের অলআউট হয় বাবর আজমের দল। এতে ৫২ রানের জয় পায় অস্ট্রেলিয়া। এটি তাদেও আসরের দ্বিতীয় জয় ।অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। প্যাট কামিন্স ও মার্কাস স্টোইনিস দুুইটি করে উইকেট শিকার করেন। এছাড়াও মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড একটি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button