কানাডাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের যুবারা

চ্যাম্পিয়ন হিসেবে এবারের অনুর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে অনেক আশা ছিল কিন্ত প্রত্যাশার চাপটা নিতে পারেনি যুবারা,হেরেছে শুরুর ম্যাচেই বড় ব্যবধানে ইংলিশদের কাছে। বর্তমান চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচেই হোঁচট খায় বাংলাদেশ দল। ৭ উইকেটের ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারে । তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের যুবারা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ইফতির ৮৭ রানের হার না মানা ইনিংসের সঙ্গে আইচ মোল্লার অপরাজিত ১৫ রানের কল্যাণে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এদিন টস ভাগ্যটা ছিলনা টাইগার কাপ্তান রাকিবুলের, টসে জিতে আগে ব্যাট করতে নামে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেনি তারা। ৪৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৩৬ রানে। বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল ও মেহেরাব হোসেন অহীন নেন সমান চারটি করে উইকেট। বাকি দুটি নেন আশিকুর জামান। ১৩৭ রানের লক্ষ্য টপকাতে নেমে ইফতেখার হোসেন ইফতির ফিফটি ও প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রানের ইনিংসে ৮ উইকেট এবং ১১৯ বল হাতে রেখেই জয়ে দিকে পৌঁছে যায় বাংলাদেশি যুবারা।
পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ১৪ বলে ১২ রান করে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। তবে ইফতেখার হোসেনের সঙ্গে প্রান্তিক নওরোজের দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৭৬ রান। ৫২ বলে ৩৩ রান করে গিবসনের বলে উইকেটের পেছনে ক্যাচ তোলেন প্রান্তিক। তবে বাঁহাতি ইফতেখার পূর্ণ করেন অনূর্ধ্ব-১৯ ক্যারিয়ারের প্রথম অর্ধশতক, ৭১ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ রানে, আইচের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে নিশ্চিত হয় জয়।
উল্লেখ্য গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।