আন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

আফগানদের স্পিন বিষে নীল হবে বাংলাদেশ ?

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আফগানরা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় অভিজ্ঞতার ঝুলি কিছুটা কম থাকলেও বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলবে নবী রশিদরা। চেনা কন্ডিশনে আফগানদের স্পিন বিষে নীল হলেও অবাক করার কিছুই থাকবে না।

আফগানদের এশিয়া কাপের স্কোয়াড পুনরাবৃত্তি হলেও এসেছে কিছুটা পরিবর্তন। এবারের এশিয়া কাপে আফগানিস্তানের যে স্কোয়াড ছিল, সেখান থেকে বিশ্বকাপ স্কোয়াডে বাদ পড়েছেন মোট চার জন। নাইব ছাড়া বাকিরা হলেন করিম জানাত, শরাফুদ্দিন আশরাফ ও সুলিমান সাফি। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই।

ব্যাটিং অর্ডারে যথাথ রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহতেই ভরসা করবে আফগানরা। অন্যদিকে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দলকে বাড়তি সুবিধা দেবেন নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খানরা। নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক এদের দেখা যাবে বোলিং সামলানোর নেতৃত্বে।

আইপিএলে নিয়মিত মুখ রাশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মাদ নাবিরা। আফগানিস্তান দলের আরও কয়েকজনের রয়েছে জমজমাট এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এর বাইরে অন্যরাও ভারতের মাঠে খেলেছেন অনেক। সেই অভিজ্ঞতার ফায়দা এবার বিশ্বকাপে নিতে চান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

এবারের বিশ্বকাপের স্বাগতিক ভারত। তবে দীর্ঘ দিন সেই দেশে খেলার সৌজন্যে আফগানরাও নিজেদেরকে ‘ঘরের মাঠের দল’ বলতেই পারে। কারণ, প্রায় পাঁচ বছরের বেশি সময় ভারতের তিন মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে আফগানিস্তান।

ওই সময় লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় অনেক ম্যাচ খেলেছে আফগানিস্তান। এবার বিশ্বকাপে সেই চেনা কন্ডিশনে খেলার অভিজ্ঞতাই কাজে লাগবে।

রশিদ, মুজিব, নাবি ছাড়াও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ফাজাল হাক ফারুকি, নাভিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজের।

স্কোয়াডের বাকি ৮ জনের প্রায় সবাই-ই ভারতের মাঠে অনুশীলন বা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।আইপিএলের ৭ ক্রিকেটার, ভারতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা ছাড়াও নিজেদের কোচিং স্টাফেও এক ভারতীয় যুক্ত করেছে আফগানিস্তান। চলতি আসরে দলটির মেন্টর হিসেবে কাজ করছেন অজয় জাদেজা।

প্রায় ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে দুইশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই সাবেক ক্রিকেটারের কাছ থেকেও সামনে এগোনোর রসদ পাচ্ছেন শাহিদি, রশিদ, নাবিরা।ধারামশালায় শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান।

আফগানিস্তান স্কোয়াড:

হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button