ক্রিকেট ফ্যাক্ট

৩২ স্পিনার নিয়ে আজ থেকে শুরু হল বিসিবির বিশেষ ক্যাম্প

বাংলাদেশ দলে একটা সময় স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মত। হোম কিংবা অ্যাওয়ে যেকোনো সিরিজই হোক না কেন স্পিনারদের আধিপত্য ছিল বেশ। এমন একাদশও দেখা গিয়েছিল যেখানে ছিল চারজন স্পিনার!

তবে বাংলাদেশ দলের স্পিননির্ভরতা অনেকটাই কেটে গেছে সম্প্রতি। একাদশে পেসারদের সংখ্যা বাড়ার সাথে সাথে নিজেদের সেরাটা দিয়ে দলকে জয়ও এনে দিতে সক্ষম হচ্ছেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান কিংবা এবাদত-খালেদরা নজর কাড়ছেন আলাদাভাবে।

পেসারদের নিয়ে আপাতত ভাবনা খুব একটা না থাকলেও মানসম্পন্ন স্পিনারদের ঘাটতি কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা কষছে বিসিবি। যার অংশ হিসেবে এবার ৩২ জন স্পিনার নিয়ে ৪ দিনের বিশেষ ক্যাম্প করতে যাচ্ছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

ব্যক্তিগত কারণে বাংলাদেশ দলের ক্যারিবিয়ান সফরে দলের সাথে যাচ্ছেন না হেরাথ। তবে ছুটি কাটানোর আগেই স্পিনারদের নিয়ে ক্যাম্পে চারদিন থাকছেন এই স্পিন বোলিং কোচ। জাতীয় দল থেকে বাদ পড়া ও তরুণ স্পিনারদের মিশেলে গড়া এই স্কোয়াডের ক্যাম্প শুরু হচ্ছে আজ (২৯ মে)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর এবং আউটডোরে চলবে এই অনুশীলন ক্যাম্প। যা শেষ হবার কথা রয়েছে ১ জুন। জাতীয় দলের পরবর্তী কাণ্ডারিদের হয়ত এখান থেকেই খুঁজে নিতে পারেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

এক নজরে দেখে নেয়া যাক স্পিনারদের নিয়ে গঠিত ৩২ সদস্যের স্কোয়াড।

রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহারাব ওহিন, শাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম ও রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button